ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইনভিত্তিক ‘তীর কাউন্টার’ জুয়ার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ। গত বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে উপজেলার লেংগুড়া ইউনিয়নের রাজনগর এলাকা থেকে মো. আইনুল মিয়া (২৮) ও মো. সুমন মিয়া (৩৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকেলে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য অনলাইন জুয়াড়িদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইনভিত্তিক ‘তীর কাউন্টার’ জুয়ার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ। গত বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে উপজেলার লেংগুড়া ইউনিয়নের রাজনগর এলাকা থেকে মো. আইনুল মিয়া (২৮) ও মো. সুমন মিয়া (৩৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকেলে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য অনলাইন জুয়াড়িদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।