২০২৪ এর ৫ আগষ্টের বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের সময় হামলা কারীরা যে সব আাগ্নেয়াস্র ও গোলা বারুদ লুট করে ছিল তার মধ্যে চায়না রাইফেলসহ ২২ টি আগ্নেয়াস্র সহ প্রচুর গোলাবারুদ এখনও উদ্ধার করতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা।
জেলা পুলিশ সূএ জানায়, ২০২৪ এর ৫ আগস্ট বিকেলে আন্দোলন কারীরা নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা করে লুটপাট, ভাংচুর ও লুটপাট চালায়।এ সময় হামলা কারীরা চাটখিল থানা থেকে ৫৮ টি আগ্নেয়াস্র, ৫ হাজার ৪ শতটি গোলাবারুদ, ৪ টি গ্যাসগান,৪ টি পিস্তল, ৮ টি শটগানসহ থানার মূল্যবান আসবাব পিএ লুট করে নেয় এবং মহামূল্য বান রেকর্ড পিএ লিটন করে ও অগ্নিসংযোগ করে। এর পর থেকে অভিযান চালিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা ৫১ টি আগ্নেয়াস্র,৩ হাজার ৩ টি গোলাবারুদ, ২ টি গ্যাসগান উদ্ধার করে। যার অধিকাংশ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে একইদিনে সোনাইমুড়ি থানায় ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন পুলিশ ও ৩ জন হামলাকারী নিহত হয়েছে। এর পর হামলা কারীরা থানায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলা কারীরা এ থানা থেকে ও ৫৮ টি আগ্নেয়াস্র, ৪ হাজার ৭০৯ টি গোলাবারুদ, ৭ টি গ্যাসগান লুট করে নিয়ে যায়।
এর মধ্যে আইন প্রয়োগ কারী সংস্থা এ পর্যন্ত ৪৫ টি আগ্নেয়াস্র, ২ হাজার৪৬ টি গোলাবারুদ,ও ৭ টি গ্যাসগান উদ্ধার করে।
এখনও উদ্ধার হয়নি ৪ টি চায়না রাইফেল, ১ টি এসএমজি,৩ টি পিস্তল, ৫ টি শর্টগান।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের সময় কোন অস্ত্র লুটেরাকে গ্রেফতার করতে না পরলেও পুলিশের খতিয়ানে দেখা যায়,৫ আগষ্ট ২০২৪ থেকে ৩১ মনে ২০২৫ পর্যন্ত পুলিশ দেশীয় ও বিদেশি অস্র সহ ৮৪ জনকে গ্রেফতার করে ৮৪ টি মামলা রেকর্ড করছে।এবং সন্ত্রাসী দের নিকট থেকে ১৫ টি বিদেশী পিস্তল, ২ টি দেশী বন্দুক, ১০ টি এক নলা বন্দুক, ৬ টি ওয়ান শুটার গান,৩৮ টি এলজি,১ টি দেশী রিভলবার,৭ টি পাইপগান,৩ টি চায়না রাইফেল, ৬ টি শর্টগান,৯১২ রাউন্ড গুলি,১৩০ রাউন্ড কার্তুজ,১৪ টি ম্যাগজিন,৩ টি টিয়ার সেল,২০ টি ককটেল,১ টি চার্জার,১ টি গ্যাসসেল, চাইনিজ কুড়াল ১৮ টি,১ টা কুড়াল,১০ টি রামদা, ২৪ টি ছোরা,১৬ টি কিরিচ, ২ টি তলোয়ার, ১ টি ডেগার,৮ টি দাম,৪ টি করাত,৪ টি ছাপাতি, ১৭ টিপ্যারাসুট,সহ ৯৯ টি অন্যআন্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০২৪ এর ৫ আগষ্টের বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা, অগ্নি সংযোগ ও লুটপাটের সময় হামলা কারীরা যে সব আাগ্নেয়াস্র ও গোলা বারুদ লুট করে ছিল তার মধ্যে চায়না রাইফেলসহ ২২ টি আগ্নেয়াস্র সহ প্রচুর গোলাবারুদ এখনও উদ্ধার করতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা।
জেলা পুলিশ সূএ জানায়, ২০২৪ এর ৫ আগস্ট বিকেলে আন্দোলন কারীরা নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা করে লুটপাট, ভাংচুর ও লুটপাট চালায়।এ সময় হামলা কারীরা চাটখিল থানা থেকে ৫৮ টি আগ্নেয়াস্র, ৫ হাজার ৪ শতটি গোলাবারুদ, ৪ টি গ্যাসগান,৪ টি পিস্তল, ৮ টি শটগানসহ থানার মূল্যবান আসবাব পিএ লুট করে নেয় এবং মহামূল্য বান রেকর্ড পিএ লিটন করে ও অগ্নিসংযোগ করে। এর পর থেকে অভিযান চালিয়ে আইনপ্রয়োগকারী সংস্থা ৫১ টি আগ্নেয়াস্র,৩ হাজার ৩ টি গোলাবারুদ, ২ টি গ্যাসগান উদ্ধার করে। যার অধিকাংশ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে একইদিনে সোনাইমুড়ি থানায় ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন পুলিশ ও ৩ জন হামলাকারী নিহত হয়েছে। এর পর হামলা কারীরা থানায় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলা কারীরা এ থানা থেকে ও ৫৮ টি আগ্নেয়াস্র, ৪ হাজার ৭০৯ টি গোলাবারুদ, ৭ টি গ্যাসগান লুট করে নিয়ে যায়।
এর মধ্যে আইন প্রয়োগ কারী সংস্থা এ পর্যন্ত ৪৫ টি আগ্নেয়াস্র, ২ হাজার৪৬ টি গোলাবারুদ,ও ৭ টি গ্যাসগান উদ্ধার করে।
এখনও উদ্ধার হয়নি ৪ টি চায়না রাইফেল, ১ টি এসএমজি,৩ টি পিস্তল, ৫ টি শর্টগান।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের সময় কোন অস্ত্র লুটেরাকে গ্রেফতার করতে না পরলেও পুলিশের খতিয়ানে দেখা যায়,৫ আগষ্ট ২০২৪ থেকে ৩১ মনে ২০২৫ পর্যন্ত পুলিশ দেশীয় ও বিদেশি অস্র সহ ৮৪ জনকে গ্রেফতার করে ৮৪ টি মামলা রেকর্ড করছে।এবং সন্ত্রাসী দের নিকট থেকে ১৫ টি বিদেশী পিস্তল, ২ টি দেশী বন্দুক, ১০ টি এক নলা বন্দুক, ৬ টি ওয়ান শুটার গান,৩৮ টি এলজি,১ টি দেশী রিভলবার,৭ টি পাইপগান,৩ টি চায়না রাইফেল, ৬ টি শর্টগান,৯১২ রাউন্ড গুলি,১৩০ রাউন্ড কার্তুজ,১৪ টি ম্যাগজিন,৩ টি টিয়ার সেল,২০ টি ককটেল,১ টি চার্জার,১ টি গ্যাসসেল, চাইনিজ কুড়াল ১৮ টি,১ টা কুড়াল,১০ টি রামদা, ২৪ টি ছোরা,১৬ টি কিরিচ, ২ টি তলোয়ার, ১ টি ডেগার,৮ টি দাম,৪ টি করাত,৪ টি ছাপাতি, ১৭ টিপ্যারাসুট,সহ ৯৯ টি অন্যআন্য অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার নিশ্চিত করেছেন।