বাগেরহাট : বিপুল পরিমাণ মাছ, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ -সংবাদ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্তা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাছ, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চাঁদপাই রেঞ্জের বন রক্ষীদের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩ মন বিষ প্রয়োগে ধরা চিংড়ি ও সাদা মাছ, ৫টি বিষের বোতল, ৬টি বড় নৌকা, ৫টি টোনা জাল এবং মাছ ধরার আনুষঙ্গিক অনান্য সরঞ্জাম জব্দ করা হয়। বিষ দিয়ে ধরা জব্দকৃত মাছ বন আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে বিনষ্ট করা হয়েছে। তবে এ অভিযানে কোনো জেলে কে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাট পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো রেজাউল করিম চৌধুরী বলেন , সুন্দরবনের জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
বাগেরহাট : বিপুল পরিমাণ মাছ, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ -সংবাদ
শনিবার, ০৫ জুলাই ২০২৫
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্তা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাছ, নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চাঁদপাই রেঞ্জের বন রক্ষীদের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩ মন বিষ প্রয়োগে ধরা চিংড়ি ও সাদা মাছ, ৫টি বিষের বোতল, ৬টি বড় নৌকা, ৫টি টোনা জাল এবং মাছ ধরার আনুষঙ্গিক অনান্য সরঞ্জাম জব্দ করা হয়। বিষ দিয়ে ধরা জব্দকৃত মাছ বন আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে বিনষ্ট করা হয়েছে। তবে এ অভিযানে কোনো জেলে কে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাট পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো রেজাউল করিম চৌধুরী বলেন , সুন্দরবনের জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।