মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শিক্ষিকা ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরফে সোনা (৫০) কে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ থানার বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকে আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শিক্ষিকা ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরফে সোনা (৫০) কে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ থানার বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকে আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।