গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “বৃষ্টি হচ্ছে; এর প্রভাবে আরও বাড়বে। তবে ভারি বৃষ্টিপাত ২৪ ঘণ্টা পর কমে যাবে।”
সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
লঘুচাপের পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃহস্পতিবার থেকে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃষ্টিপাতের মাত্রা অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর জানায়—সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “বৃষ্টি হচ্ছে; এর প্রভাবে আরও বাড়বে। তবে ভারি বৃষ্টিপাত ২৪ ঘণ্টা পর কমে যাবে।”
সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
লঘুচাপের পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃহস্পতিবার থেকে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃষ্টিপাতের মাত্রা অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর জানায়—সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।