ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধে ধারাবাহিক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে নারী-শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন এবং একজন যাচ্ছিলেন ভারতে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ বিভিন্ন বিওপির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। গত শনিবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে যাদবপুর বিওপির নায়েক মো. শাহাজালালের নেতৃত্বে বেতবাড়িয়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫০/এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৪৪ বোতল ভারতীয় মদ ও ২ কেজি ভারতীয় গাঁজা।
গত শনিবার সকালে আনুমানিক ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার মোঃ ইকবাল তালুকদারের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/১২৩-আর থেকে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে চেয়ারম্যান ঘাট নামক এলাকা থেকে আটক করা হয় ৬ বাংলাদেশীকে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।একই দিনে শ্রীনাথপুর বিওপি এলাকায় দু’দফা অভিযানে আরও চার বাংলাদেশীকে আটক করা হয়েছে। (সোমবার)৭-৭-২০২৫ বেলা ১টায় নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে হালদারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে ১ নারী ও ১ শিশুকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এর আগে সকাল ৫টা ৪০ মিনিটে একই স্থানে আরেক অভিযানে আটক হন আরও ২ জন।এছাড়াও, (সোমবার) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার আব্দুর রশীদের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৪৭-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে কুমিল্লাপাড়া গ্রামের মাঠ এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করা হয়।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধে ধারাবাহিক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে নারী-শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন এবং একজন যাচ্ছিলেন ভারতে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ বিভিন্ন বিওপির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। গত শনিবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে যাদবপুর বিওপির নায়েক মো. শাহাজালালের নেতৃত্বে বেতবাড়িয়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫০/এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৪৪ বোতল ভারতীয় মদ ও ২ কেজি ভারতীয় গাঁজা।
গত শনিবার সকালে আনুমানিক ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার মোঃ ইকবাল তালুকদারের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/১২৩-আর থেকে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে চেয়ারম্যান ঘাট নামক এলাকা থেকে আটক করা হয় ৬ বাংলাদেশীকে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।একই দিনে শ্রীনাথপুর বিওপি এলাকায় দু’দফা অভিযানে আরও চার বাংলাদেশীকে আটক করা হয়েছে। (সোমবার)৭-৭-২০২৫ বেলা ১টায় নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে হালদারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে ১ নারী ও ১ শিশুকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এর আগে সকাল ৫টা ৪০ মিনিটে একই স্থানে আরেক অভিযানে আটক হন আরও ২ জন।এছাড়াও, (সোমবার) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার আব্দুর রশীদের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৪৭-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে কুমিল্লাপাড়া গ্রামের মাঠ এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করা হয়।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মাদক চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।