জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দুর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে বলে অন্য কোনো রাজনৈতিক দল দুর্নীতি-লুটপাট দখল চাঁদাবাজি করতে চায় আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেয়া হবে না। ২৪ এর জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে অব্যশই নতুন করে গড়ে তুলতে হবে।
রবিবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পথযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পথযাত্রা, পথসভাসহ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। নওগাঁর রাণীনগরে এসে অনেক বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা হয়েছে, ১৯৭১ সালে তারা যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।
রাণীনগরের কুজাইল বাজারে পথযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন সহ এনসিপির অন্য নেতারা।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দুর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে বলে অন্য কোনো রাজনৈতিক দল দুর্নীতি-লুটপাট দখল চাঁদাবাজি করতে চায় আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেয়া হবে না। ২৪ এর জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে অব্যশই নতুন করে গড়ে তুলতে হবে।
রবিবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পথযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পথযাত্রা, পথসভাসহ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। নওগাঁর রাণীনগরে এসে অনেক বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা হয়েছে, ১৯৭১ সালে তারা যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।
রাণীনগরের কুজাইল বাজারে পথযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন সহ এনসিপির অন্য নেতারা।