চুয়াডাঙ্গার ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্য হয়েছে। মৃত প্রভাত পিয়াদা চুযাডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার গ্রামের অজিত পিয়াদার ছেলে। গত শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার গাছ থেকে পরে তিনি আহত হন।
প্রতিবেশিরা জানায়, গত শুক্রবার বিকালে প্রভাত তার ছাগলের খাওয়ানোর জন্য গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঠাল গাছে উঠে পাতা পাড়ছিল। পাতা পাড়ার পর ভিজা গাছ থেকে নামার সময় অসাবধানতা বসত পা’পিছলে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্য হয়েছে। মৃত প্রভাত পিয়াদা চুযাডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার গ্রামের অজিত পিয়াদার ছেলে। গত শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার গাছ থেকে পরে তিনি আহত হন।
প্রতিবেশিরা জানায়, গত শুক্রবার বিকালে প্রভাত তার ছাগলের খাওয়ানোর জন্য গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঠাল গাছে উঠে পাতা পাড়ছিল। পাতা পাড়ার পর ভিজা গাছ থেকে নামার সময় অসাবধানতা বসত পা’পিছলে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়।