নিম্নচাপের কারণে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হাল্কা, কোথাও মুষলধারে। ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার নদ-নদীসমূহের পানি বিপৎসীমা পার হতে পারে বলে আভাসও দিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানিতে তলিয়ে গেছে আউশ ধানের বীজতলা, মাছের ঘের ও পানের বরজ। জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগরে ১০ গ্রামে। উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে আছেন পানিতে তলিয়ে যাওয়া বাড়ি-ঘরের মানুষ
ভোর থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর পড়েছেন চরম বিপাকে। রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল সীমিত। চাকরিজীবীরা কর্মস্থলে যেতে ব্যাপক দুর্ভোগে পড়েন।
পূর্ণিমার জোর প্রভাবে গত তিন দিনের অতিবর্ষণে রামগতি-কমলনগর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পানিতে তলিয়ে গেছে আউশ ধানের বীজতলা, মাছের ঘের ও পানের বরজ। জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগরে ১০ গ্রামে। উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে আছেন পানিতে তলিয়ে যাওয়া বাড়ি-ঘরের মানুষ জন।
এর মধ্যে রামগতি উপজেলার চর আব্দুল্লা ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চর গজারিয়া ছয় থেকে সাড়ে ছয় ফুট জলোচ্ছ্বাসে বাড়ি-ঘরসহ ফসলি জমি তলিয়ে গেছে।
কমলনগরে পাটোয়ারীর হাট ইউনিয়ন, চর ফলকন, সাহেবের হাট, চর লরেন্স, চর মার্টিনসহ কয়েক গ্রাম জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
স্থানীয়দের চান, মেঘনা নদীর টেকসই বেড়িবাঁধের কাজ এই বছরের মধ্যে শেষ করা হোক। তাহলে অন্তত ফল-ফসলাদি রক্ষা করতে পারবে কৃষক।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
নিম্নচাপের কারণে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হাল্কা, কোথাও মুষলধারে। ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার নদ-নদীসমূহের পানি বিপৎসীমা পার হতে পারে বলে আভাসও দিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানিতে তলিয়ে গেছে আউশ ধানের বীজতলা, মাছের ঘের ও পানের বরজ। জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগরে ১০ গ্রামে। উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে আছেন পানিতে তলিয়ে যাওয়া বাড়ি-ঘরের মানুষ
ভোর থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিন মজুর পড়েছেন চরম বিপাকে। রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল সীমিত। চাকরিজীবীরা কর্মস্থলে যেতে ব্যাপক দুর্ভোগে পড়েন।
পূর্ণিমার জোর প্রভাবে গত তিন দিনের অতিবর্ষণে রামগতি-কমলনগর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পানিতে তলিয়ে গেছে আউশ ধানের বীজতলা, মাছের ঘের ও পানের বরজ। জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগরে ১০ গ্রামে। উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে আছেন পানিতে তলিয়ে যাওয়া বাড়ি-ঘরের মানুষ জন।
এর মধ্যে রামগতি উপজেলার চর আব্দুল্লা ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চর গজারিয়া ছয় থেকে সাড়ে ছয় ফুট জলোচ্ছ্বাসে বাড়ি-ঘরসহ ফসলি জমি তলিয়ে গেছে।
কমলনগরে পাটোয়ারীর হাট ইউনিয়ন, চর ফলকন, সাহেবের হাট, চর লরেন্স, চর মার্টিনসহ কয়েক গ্রাম জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
স্থানীয়দের চান, মেঘনা নদীর টেকসই বেড়িবাঁধের কাজ এই বছরের মধ্যে শেষ করা হোক। তাহলে অন্তত ফল-ফসলাদি রক্ষা করতে পারবে কৃষক।