দোহার (ঢাকা) : আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন -সংবাদ
ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে নিহতের নিজ কর্মক্ষেত্র বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রাক্তণ শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। হারুনুর রশিদ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে শিক্ষকতা করেছেন। চলতি মাসের ২০ তারিখে তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ২ জুলাই ভোরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৭) প্রতিদিনের এত ফরজের নামাজ আদায় করে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটতে বের হয়। বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এলে হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে চার যুবক এসে হারুনুর রশিদকে কয়েক রাউন্ড গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে এসে দেখেন হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।
গত ৫ জুলাই হারুনুর রশিদ হত্যার ঘটনায় মামলার এজাহার নামীয় ফারুক হোসেন (৫৬) নামে এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
দোহার (ঢাকা) : আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন -সংবাদ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে নিহতের নিজ কর্মক্ষেত্র বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রাক্তণ শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। হারুনুর রশিদ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে শিক্ষকতা করেছেন। চলতি মাসের ২০ তারিখে তার চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল।
উল্লেখ্য, গত ২ জুলাই ভোরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৭) প্রতিদিনের এত ফরজের নামাজ আদায় করে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটতে বের হয়। বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এলে হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে চার যুবক এসে হারুনুর রশিদকে কয়েক রাউন্ড গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে এসে দেখেন হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।
গত ৫ জুলাই হারুনুর রশিদ হত্যার ঘটনায় মামলার এজাহার নামীয় ফারুক হোসেন (৫৬) নামে এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।