ঝিনাইদহের শৈলকুপায় দেশিয় তৈরি একনলা রাইফেল, শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। সেনাবাহিনী জানায়, ৫৫ এফআইইউর করপোরাল এরশাদের সোর্সের তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে গত রোববার গভীর রাতে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় দেশিয় তৈরি একনলা রাইফেল, শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। সেনাবাহিনী জানায়, ৫৫ এফআইইউর করপোরাল এরশাদের সোর্সের তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে গত রোববার গভীর রাতে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।