যশোরের ঝিকরগাছায় নাশকতার মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমূল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও যশোরের স্থানীয় দৈনিক সমাজের কথার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
যশোরের ঝিকরগাছায় নাশকতার মামলায় সাংবাদিক শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমূল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও যশোরের স্থানীয় দৈনিক সমাজের কথার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।