বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণে রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার জনজীবন অচল হয়ে পড়েছে। আমন চাষের পুরো মৌসুম। মাঠে টিকতে পারছে না কৃষক। ব্যাহত হচ্ছে চাষাবাদ। তলিয়ে রয়েছে বীজতলা। গবাদিপশু লালন পালনে হিমশিম খাচ্ছে গৃহস্থও খামারিরা। পুরো আষাঢ় মাসজুড়েই চলছে এ বর্ষণ। সমুদ্র বন্দরে ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে।
কৃষকরা জানান, এখন আর আগের মতো নয়। গরু, মহিষ দিয়ে হালচাষ করত তারা। জ্যৈষ্ঠ মাসের শুরুতে হাল যাত্রা করত। এখন ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়। তাই আষাঢ় মাস থেকে শুরু হয় হালুটি। চলতি মৌসুমের শুরু থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে আগাম ঝর বৃষ্টি শুরু হয়। বীজতলা তৈরি করার এখনই উপযুক্ত সময়। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে টিকতে পারছে না কৃষকরা। বীজতলা তৈরি করতে পারেনি এখনো। ঘর থেকে বের হতে পারছে না কোন মানুষ। আবহাওয়া ঠিক হলে কৃষক সমাজ ও জনমনে স্বস্তি ফিরে পাবে। কোমর বেধে মাঠে নামবে তারা। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন সমুদ্র বন্দরগুলোতে ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে। ৯ তারিখের পর স্বাভাবিক হতে পারে।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণে রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার জনজীবন অচল হয়ে পড়েছে। আমন চাষের পুরো মৌসুম। মাঠে টিকতে পারছে না কৃষক। ব্যাহত হচ্ছে চাষাবাদ। তলিয়ে রয়েছে বীজতলা। গবাদিপশু লালন পালনে হিমশিম খাচ্ছে গৃহস্থও খামারিরা। পুরো আষাঢ় মাসজুড়েই চলছে এ বর্ষণ। সমুদ্র বন্দরে ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে।
কৃষকরা জানান, এখন আর আগের মতো নয়। গরু, মহিষ দিয়ে হালচাষ করত তারা। জ্যৈষ্ঠ মাসের শুরুতে হাল যাত্রা করত। এখন ট্রাক্টর দিয়ে হালচাষ করা হয়। তাই আষাঢ় মাস থেকে শুরু হয় হালুটি। চলতি মৌসুমের শুরু থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে আগাম ঝর বৃষ্টি শুরু হয়। বীজতলা তৈরি করার এখনই উপযুক্ত সময়। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে টিকতে পারছে না কৃষকরা। বীজতলা তৈরি করতে পারেনি এখনো। ঘর থেকে বের হতে পারছে না কোন মানুষ। আবহাওয়া ঠিক হলে কৃষক সমাজ ও জনমনে স্বস্তি ফিরে পাবে। কোমর বেধে মাঠে নামবে তারা। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন সমুদ্র বন্দরগুলোতে ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে। ৯ তারিখের পর স্বাভাবিক হতে পারে।