গাজীপুরে পরিবেশ ধূষণের অভিযোগে এক পোল্ট্রি খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের হায়দরাবাদ (৩৯ নং ওয়ার্ড) এলাকায় শাজাহান সরকারের পোল্ট্রি খামারে অভিযান চালানো হয়।
‘উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য ফেলে’ পরিবেশ দূষণের অভিযোগে পোল্ট্রি খামারের মালিক মোঃ শাজাহান সরকারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস সংবাদকে বলেন, ‘শাজাহান সরকার তার বাসভবনের ছাদে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। পরে ফার্মের বর্জ্য আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দূষণ করছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’
এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল প্রসিকিউশন দিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা -২০২১ এর ১৫ ধারায় শাজাহান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে শাজাহান সরকারকে ছাদে পোল্ট্রি ফার্ম স্থাপন করা এবং উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য না ফেলার জন্য সতর্ক করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল সংবাদকে বলেন, ‘বাসভবনের ছাদে পোল্ট্রি খামার স্থাপনের জন্য শাহজাহান সরকারের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছিল না। এছাড়াও উন্মুক্ত স্থানে আবাসিক এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
গাজীপুরে পরিবেশ ধূষণের অভিযোগে এক পোল্ট্রি খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের হায়দরাবাদ (৩৯ নং ওয়ার্ড) এলাকায় শাজাহান সরকারের পোল্ট্রি খামারে অভিযান চালানো হয়।
‘উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য ফেলে’ পরিবেশ দূষণের অভিযোগে পোল্ট্রি খামারের মালিক মোঃ শাজাহান সরকারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস সংবাদকে বলেন, ‘শাজাহান সরকার তার বাসভবনের ছাদে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। পরে ফার্মের বর্জ্য আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দূষণ করছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’
এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল প্রসিকিউশন দিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা -২০২১ এর ১৫ ধারায় শাজাহান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে শাজাহান সরকারকে ছাদে পোল্ট্রি ফার্ম স্থাপন করা এবং উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য না ফেলার জন্য সতর্ক করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল সংবাদকে বলেন, ‘বাসভবনের ছাদে পোল্ট্রি খামার স্থাপনের জন্য শাহজাহান সরকারের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছিল না। এছাড়াও উন্মুক্ত স্থানে আবাসিক এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’