alt

সারাদেশ

ফেনীতে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ০৯ জুলাই ২০২৫

ফেনীতে টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত ১৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে ওই দুই উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটও বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে জানান ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই পানি ছিল বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর। টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ফলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাত থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে পরশুরাম উপজেলার সঙ্গে ফেনী শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার আগের দিন রেকর্ড হয়েছিল সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার, যা জেলার ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত হয়েছে।

বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় দুর্গত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে জানান স্থানীয়রা। পরশুরামে যাওয়ার উদ্দেশ্যে ফেনী এসেছিলেন যাত্রী জাহানারা ফেরদৌস। তিনি বলেন, “আমার বৃদ্ধ মা বাড়িতে একা আছেন। কিন্তু মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আর সড়কপথ বন্ধ থাকায় বাড়িতেও পৌঁছাতে পারছি না।”

পরশুরামের পশ্চিম অলকা গ্রামের বাসিন্দা মাসুম চৌধুরী বলেন, “সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সন্ধ্যার পর পানি আমাদের ঘরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।” উত্তর মণিপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক রুবেল জানান, “আমাদের গ্রামের প্রায় ৬০টি পরিবার পানিবন্দি। যাদের দোতলা ঘর আছে, তারা সেগুলোতে আশ্রয় নিয়েছে।”

ফুলগাজী উপজেলায়ও একই অবস্থা বিরাজ করছে। উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, “আমার ঘরে গলা পর্যন্ত পানি উঠেছে। গরু কোনোরকমে বাঁচাতে পারলেও হাঁস-মুরগি ভেসে গেছে।” ওই এলাকার আলী রাজ বলেন, “আমার বাড়ির পাশের মুহুরী নদীর বাঁধ ভেঙে আমাদের দুটি বাড়ি নদীতে চলে গেছে। কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।”

ফুলগাজী বাজারেও শতাধিক দোকান পানিতে তলিয়ে গেছে বলে জানান ব্যবসায়ী সাইফুল ইসলাম।

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুলগাজীর ইউএনও ফারিয়া ইসলাম জানান, “উপজেলার সাতটি স্থানে নদীর বাঁধ ভেঙেছে এবং ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।”

পরশুরামের ইউএনও আরিফুর রহমান বলেন, “১৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং খাবার সরবরাহ করা হচ্ছে।”

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, “বন্যা কবলিত তিন উপজেলায় প্রায় ১১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ১১৫টি পরিবারের ৩৪৭ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। দুর্গতদের জন্য এখন পর্যন্ত ৪০০ প্যাকেট শুকনো খাবার, ১২০ টন চাল ও নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, “বৃষ্টি কমে আসায় নদীর পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাঙনস্থল মেরামতের কাজ শুরু করা হবে।” নতুন করে যেন কোনো বাঁধ ভাঙন না ঘটে, সে জন্য কর্মকর্তারা তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

ছবি

বিবস্ত্র নির্যাতন মামলায় শাহ পরান রিমান্ডে, কারাগারে আরও চারজন

ছবি

বিরামপুরে ‘ময়ূরাক্ষী’ পুকুর এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্র

গৌরীপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর মরদেহ কচুখেতে, সন্দিগ্ধ আসামি পলাতক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ১০ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

ছবি

কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার রক্ষার উদ্যোগ নেই

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের স্যালাইন বিতরণ

ছবি

বরুড়ায় শসা আবাদে লাভবান কৃষক

ছবি

রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

দুই ইউপি সদস্য কেটে নিলেন সরকারি গাছ

ছবি

দোহারে জয়পাড়া তোহা বাজারের জমি উদ্ধার

তারাগঞ্জে ফল মেলা অনুষ্ঠিত

সিলেটে আ.লীগ নেতাকে মারধর করে থানায় হস্তান্তর

ছবি

জোয়ার ও টানা বৃষ্টিতে মেঘনা উপকূল এলাকা প্লাবিত

ভালুকায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দশমিনায় রোপা আমনের বীজতলা পানির নিচে

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

ছবি

চন্দনপুর উচ্চ বিদ্যালয়ের বুক চিরে পাকা রাস্তা

সাঘাটায় ২৪০ লিটার মদসহ আটক ৩

ছবি

দোহারে বিএনপি নেতা হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

রাউজানে প্রকৌশলী বকুল হত্যা, মাসহ দুই ভাই গ্রেপ্তার

চুনারুঘাটে মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

বেতাগীতে সুইসগেট নির্মাণ শেষ না হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত

বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে তরুণী, অভিযুক্ত পালিয়েছে ইতালি

সাংবাদিক রুবেল হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ছবি

সাতক্ষীরায় বৃষ্টি হলেই শহরে হাঁটুপানি চরম ভোগান্তিতে শহরবাসী

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২

পরলোকে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়রের মা

‘প্রান্তিক পর্যায় থেকে বিদেশে রপ্তানি হবে দেশীয় মাছ’

ছবি

ঝালকাঠিতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে সুফিয়া কামাল গ্রন্থাগার

ছবি

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে

দোহারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

ছবি

পানগুছি নদীর ভাঙন রোধে মানববন্ধন

দৌলতপুরে একই ক্লিনিকে এক মাসে দুই প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের বাড়িতে হামলা

ঝালকাঠিতে ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয় প্রকল্পের বিনিয়োগে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

ডুমুরিয়ার বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম

ছবি

নরসিংদীতে পলিশেড হাউজ কৃষিতে পরিবর্তনের ছোঁয়া

tab

সারাদেশ

ফেনীতে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ০৯ জুলাই ২০২৫

ফেনীতে টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত ১৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে ওই দুই উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটও বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার দুপুর পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে জানান ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই পানি ছিল বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর। টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ফলে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাত থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে পরশুরাম উপজেলার সঙ্গে ফেনী শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার আগের দিন রেকর্ড হয়েছিল সর্বোচ্চ ৪৪১ মিলিমিটার, যা জেলার ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত হয়েছে।

বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় দুর্গত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে জানান স্থানীয়রা। পরশুরামে যাওয়ার উদ্দেশ্যে ফেনী এসেছিলেন যাত্রী জাহানারা ফেরদৌস। তিনি বলেন, “আমার বৃদ্ধ মা বাড়িতে একা আছেন। কিন্তু মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আর সড়কপথ বন্ধ থাকায় বাড়িতেও পৌঁছাতে পারছি না।”

পরশুরামের পশ্চিম অলকা গ্রামের বাসিন্দা মাসুম চৌধুরী বলেন, “সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সন্ধ্যার পর পানি আমাদের ঘরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।” উত্তর মণিপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক রুবেল জানান, “আমাদের গ্রামের প্রায় ৬০টি পরিবার পানিবন্দি। যাদের দোতলা ঘর আছে, তারা সেগুলোতে আশ্রয় নিয়েছে।”

ফুলগাজী উপজেলায়ও একই অবস্থা বিরাজ করছে। উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, “আমার ঘরে গলা পর্যন্ত পানি উঠেছে। গরু কোনোরকমে বাঁচাতে পারলেও হাঁস-মুরগি ভেসে গেছে।” ওই এলাকার আলী রাজ বলেন, “আমার বাড়ির পাশের মুহুরী নদীর বাঁধ ভেঙে আমাদের দুটি বাড়ি নদীতে চলে গেছে। কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।”

ফুলগাজী বাজারেও শতাধিক দোকান পানিতে তলিয়ে গেছে বলে জানান ব্যবসায়ী সাইফুল ইসলাম।

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুলগাজীর ইউএনও ফারিয়া ইসলাম জানান, “উপজেলার সাতটি স্থানে নদীর বাঁধ ভেঙেছে এবং ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।”

পরশুরামের ইউএনও আরিফুর রহমান বলেন, “১৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং খাবার সরবরাহ করা হচ্ছে।”

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, “বন্যা কবলিত তিন উপজেলায় প্রায় ১১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ১১৫টি পরিবারের ৩৪৭ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। দুর্গতদের জন্য এখন পর্যন্ত ৪০০ প্যাকেট শুকনো খাবার, ১২০ টন চাল ও নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, “বৃষ্টি কমে আসায় নদীর পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাঙনস্থল মেরামতের কাজ শুরু করা হবে।” নতুন করে যেন কোনো বাঁধ ভাঙন না ঘটে, সে জন্য কর্মকর্তারা তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

back to top