নরসিংদী : জেলার শিবপুরে বিএডিসির পলিশেড হাউঁঁজ -সংবাদ
আধুনিক প্রযুক্তির যুগে সব কিছুর পরিবর্তনের সঙ্গে কৃষিতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জমি আবাদ, ধান কাটাসহ সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া চলছে এখন অপেক্ষায় পলিশেড গ্রিনহাউস। যখন বৃষ্টির প্রয়োজন তখন বয়ে যায় তাপপ্রবাহ। আবার যখন রোদের প্রয়োজন তখন হয় বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতিতে এখন এমনই টালমাটাল অবস্থা! বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষকরা বলছেন, সময় যত গড়াচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা ততই বাড়ছে। এ অবস্থায় ক্রমেই হুমকির মুখে পড়ছে কৃষি। তাই কৃষিকে বাঁচাতে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের চেষ্টা চলছে বিশ্বজুড়েই। পলিশেড হাউস তেমনই এক গবেষণার ফসল।
জানা যায়, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের এই উদ্ভাবন টেকসই কৃষি ব্যবস্থাপনার নতুন রূপান্তর।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামাল দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ, রোগবালাইয়ের আক্রমণ প্রতিরোধ, বীজতলার মাণ নিয়ন্ত্রণ এবং অসময়ের সবজি চাষসহ আধুনিক কৃষিকাজের জন্য ‘পলিশেড হাউসের’ কোনো জুড়ি নেই। গ্রিনহাউস’র আদলে দেশীয় কৃষি ব্যবস্থাপনায় নতুন সংযোজন এই ‘পলিশেড হাউস’।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পাইলট প্রকল্পের মাধ্যমে সরকারি উদ্যোগে নরসিংদীর শিবপুরে পলিশেড হাউস নির্মাণ করা হচ্ছে। উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের হাবিবুল্লার ৩১ শতাংশ জমিতে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে এবং শীঘ্রই উদ্বোধন করা হবে।
এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে খুব সহজেই। হাতের মুঠোয় নতুন এই প্রযুক্তি চলে আসায় কৃষককে কোনো বেগ পেতে হবে না।
এই পলিশেড হাউস প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টি, তীব্র তাপদাহ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির এত প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে শাক-সবজি এবং ফলমূলসহ সব ধরনের কৃষি উৎপাদন।
এতে উন্নত মানের পলি ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে। লোহার অ্যাঙ্গেলের ওপর পলিপেপার দিয়ে তিনটি শেডে এই পলিশেড হাউস নির্মাণ করা হয়েছে। এর স্থায়িত্বকাল ধরা হয়েছে প্রায় ২০ বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক জানান, এই প্রথম শিবপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পলিশেড হাউস নির্মাণ করেছেন। পলিশেড হাউস নির্মাণকাজ শেষ হলে উপজেলা কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরমর্শ দেয়া হবে। পলিশেড হাউস অসময়ে সবজি চাষের জন্য দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুনভাবে সংযোজন হতে যাচ্ছে। পলিশেডে অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। আর এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে সফলতা পাবেন।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মুহাম্মদ আবদুল হাই বলেন, পলিশেড হাউস অসময়ে সবজি চাষের জন্য দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুনভাবে সংযোজন হতে যাচ্ছে। পলিশেডে অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। আর এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে সফলতা পাবেন।
নরসিংদী : জেলার শিবপুরে বিএডিসির পলিশেড হাউঁঁজ -সংবাদ
বুধবার, ০৯ জুলাই ২০২৫
আধুনিক প্রযুক্তির যুগে সব কিছুর পরিবর্তনের সঙ্গে কৃষিতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জমি আবাদ, ধান কাটাসহ সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া চলছে এখন অপেক্ষায় পলিশেড গ্রিনহাউস। যখন বৃষ্টির প্রয়োজন তখন বয়ে যায় তাপপ্রবাহ। আবার যখন রোদের প্রয়োজন তখন হয় বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতিতে এখন এমনই টালমাটাল অবস্থা! বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষকরা বলছেন, সময় যত গড়াচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা ততই বাড়ছে। এ অবস্থায় ক্রমেই হুমকির মুখে পড়ছে কৃষি। তাই কৃষিকে বাঁচাতে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের চেষ্টা চলছে বিশ্বজুড়েই। পলিশেড হাউস তেমনই এক গবেষণার ফসল।
জানা যায়, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের এই উদ্ভাবন টেকসই কৃষি ব্যবস্থাপনার নতুন রূপান্তর।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামাল দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ, রোগবালাইয়ের আক্রমণ প্রতিরোধ, বীজতলার মাণ নিয়ন্ত্রণ এবং অসময়ের সবজি চাষসহ আধুনিক কৃষিকাজের জন্য ‘পলিশেড হাউসের’ কোনো জুড়ি নেই। গ্রিনহাউস’র আদলে দেশীয় কৃষি ব্যবস্থাপনায় নতুন সংযোজন এই ‘পলিশেড হাউস’।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পাইলট প্রকল্পের মাধ্যমে সরকারি উদ্যোগে নরসিংদীর শিবপুরে পলিশেড হাউস নির্মাণ করা হচ্ছে। উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের হাবিবুল্লার ৩১ শতাংশ জমিতে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে এবং শীঘ্রই উদ্বোধন করা হবে।
এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে খুব সহজেই। হাতের মুঠোয় নতুন এই প্রযুক্তি চলে আসায় কৃষককে কোনো বেগ পেতে হবে না।
এই পলিশেড হাউস প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টি, তীব্র তাপদাহ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির এত প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে শাক-সবজি এবং ফলমূলসহ সব ধরনের কৃষি উৎপাদন।
এতে উন্নত মানের পলি ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে। লোহার অ্যাঙ্গেলের ওপর পলিপেপার দিয়ে তিনটি শেডে এই পলিশেড হাউস নির্মাণ করা হয়েছে। এর স্থায়িত্বকাল ধরা হয়েছে প্রায় ২০ বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক জানান, এই প্রথম শিবপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পলিশেড হাউস নির্মাণ করেছেন। পলিশেড হাউস নির্মাণকাজ শেষ হলে উপজেলা কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরমর্শ দেয়া হবে। পলিশেড হাউস অসময়ে সবজি চাষের জন্য দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুনভাবে সংযোজন হতে যাচ্ছে। পলিশেডে অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। আর এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে সফলতা পাবেন।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মুহাম্মদ আবদুল হাই বলেন, পলিশেড হাউস অসময়ে সবজি চাষের জন্য দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুনভাবে সংযোজন হতে যাচ্ছে। পলিশেডে অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। আর এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষক আর্থিকভাবে সফলতা পাবেন।