ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয় প্রকল্পের খাতে বিনিযোগে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে ৭০১ জনে ৩৬ কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর বিগত ২৩-২৪ অর্থবছরে ৭৯ কোটি ৪৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ৮৯৯ জনে ৪৬ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করেছিল।
ঝালকাঠি জেলা সঞ্চয় অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে সরকার পরিবর্তনের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি অভিমত প্রকাশ করেন। তবে তিনি জানান এই জেলায় বিনিয়োগের পরিধি এইরকমই হয়ে আসছে। সঞ্চয় অফিসে উপস্থিত কয়েকজন বিনিয়োগকারী তাদের মতামত প্রকাশ করে বলেন, রাষ্ট্র কাঠামোয় নিরাপত্তা না থাকায় ও আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত সঞ্চয়পত্রের সঙ্গে একটি বিষয় যোগ হওয়া এবং অনলাইন সার্ভিসে মাঝে মাঝে সার্ভারে সমস্যা করায় এবং বার বার সঞ্চয়পত্রের হার বাড়ানো কমানোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয় প্রকল্পের খাতে বিনিযোগে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে ৭০১ জনে ৩৬ কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর বিগত ২৩-২৪ অর্থবছরে ৭৯ কোটি ৪৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ৮৯৯ জনে ৪৬ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করেছিল।
ঝালকাঠি জেলা সঞ্চয় অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে সরকার পরিবর্তনের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি অভিমত প্রকাশ করেন। তবে তিনি জানান এই জেলায় বিনিয়োগের পরিধি এইরকমই হয়ে আসছে। সঞ্চয় অফিসে উপস্থিত কয়েকজন বিনিয়োগকারী তাদের মতামত প্রকাশ করে বলেন, রাষ্ট্র কাঠামোয় নিরাপত্তা না থাকায় ও আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত সঞ্চয়পত্রের সঙ্গে একটি বিষয় যোগ হওয়া এবং অনলাইন সার্ভিসে মাঝে মাঝে সার্ভারে সমস্যা করায় এবং বার বার সঞ্চয়পত্রের হার বাড়ানো কমানোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।