প্রান্তিক পর্যায় থেকে বিদেশে দেশীয় মাছ রপ্তানি করা উদ্যোগ নেয়া হচ্ছে বলে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, চাষের মাছ সংরক্ষণের চেয়ে বেশি জরুরি মাছ নদী-খাল-বিল-পুকুর থেকে ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করা। এই চাষাবাদ ও রপ্তানিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। আমরা আশা করছি মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি কার্যক্রম বৃহৎ আকারে শুরু করতে পারবো। গত সোমবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর সহযোগিতায় আড়াইওড়া স্বনির্ভর দূর্গাপুর স্বনির্ভর মৎসজীবী সমবায় সমিতির আয়োজনে কুমিল্লা নগরীর ধর্মসাগরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কি-না এমন প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের বন্যায় কুমিল্লার আক্রান্ত এলাকাগুলোতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, মাছের পোনা এবং খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল কাইছুম, মৎস্যচাষি মো. শাহ আলম ও মৎস্য চাষি মোহাম্মদ আলী লিটনসহ স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
প্রান্তিক পর্যায় থেকে বিদেশে দেশীয় মাছ রপ্তানি করা উদ্যোগ নেয়া হচ্ছে বলে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, চাষের মাছ সংরক্ষণের চেয়ে বেশি জরুরি মাছ নদী-খাল-বিল-পুকুর থেকে ধরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত করা। এই চাষাবাদ ও রপ্তানিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। আমরা আশা করছি মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি কার্যক্রম বৃহৎ আকারে শুরু করতে পারবো। গত সোমবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর সহযোগিতায় আড়াইওড়া স্বনির্ভর দূর্গাপুর স্বনির্ভর মৎসজীবী সমবায় সমিতির আয়োজনে কুমিল্লা নগরীর ধর্মসাগরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কি-না এমন প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশের বন্যায় কুমিল্লার আক্রান্ত এলাকাগুলোতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা, মাছের পোনা এবং খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়া, বিএনপি নেতা রেজাউল কাইছুম, মৎস্যচাষি মো. শাহ আলম ও মৎস্য চাষি মোহাম্মদ আলী লিটনসহ স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।