নবাবগঞ্জ (ঢাকা) : উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট -সংবাদ
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়ার তোহা বাজারের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২১টি দোকান উচ্ছেদ উদ্ধার অভিযান করা হয়েছে। গত মঙ্গলবার সকালে পৌরসভা ও উপজেলার উদ্যোগে এ উদ্ধার অভিযান করা হয়। প্রায় ১৫ শতাংশ জায়গা উদ্ধার করা।
জানা যায়, জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পৌরসভার জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করা হয়। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে ২১টি দোকানপাট উচ্ছেদ করা হয় এবং জমি উদ্ধার করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, জয়পাড়া বাজারে পৌরসভার জমি দখল করে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। আমরা সরকারি জমি উদ্ধার করার জন্য এ অভিান পরিচালনা করি। বাজারে মোট ২১টি দোকান উন্মুক্ত করি। কৃষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি হতে আংশিক ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগন তাদের উৎপাদিত ফসল এখানে রেখে বিক্রি করতে পারবে।
অভিযানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম, দোহার পৌরসভা প্রকৌশলী এম এম. মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ, দোহার ফায়ার সার্ভিসসহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।
নবাবগঞ্জ (ঢাকা) : উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট -সংবাদ
বুধবার, ০৯ জুলাই ২০২৫
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়ার তোহা বাজারের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২১টি দোকান উচ্ছেদ উদ্ধার অভিযান করা হয়েছে। গত মঙ্গলবার সকালে পৌরসভা ও উপজেলার উদ্যোগে এ উদ্ধার অভিযান করা হয়। প্রায় ১৫ শতাংশ জায়গা উদ্ধার করা।
জানা যায়, জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পৌরসভার জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করা হয়। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে ২১টি দোকানপাট উচ্ছেদ করা হয় এবং জমি উদ্ধার করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, জয়পাড়া বাজারে পৌরসভার জমি দখল করে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। আমরা সরকারি জমি উদ্ধার করার জন্য এ অভিান পরিচালনা করি। বাজারে মোট ২১টি দোকান উন্মুক্ত করি। কৃষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি হতে আংশিক ১৫ শতাংশ পরিমান জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগন তাদের উৎপাদিত ফসল এখানে রেখে বিক্রি করতে পারবে।
অভিযানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম, দোহার পৌরসভা প্রকৌশলী এম এম. মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, বাংলাদেশ সেনাবাহিনী, দোহার থানা পুলিশ, দোহার ফায়ার সার্ভিসসহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ।