বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ, খাদ্য, কসমেটিকস ও পরিমাপ-মানদণ্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক খান। এ সময় ঔষধ ও কসমেটিকস আইনে, রিফা মেডিসিন কর্তারকে ৬ হাজার ৫০০ টাকা, সিটি ফার্মেসিকে ৮ হাজার টাকা, মেসার্স হক ফার্মেসিকে ৩ হাজার টাকা, মা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মেসার্স মীম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আইনের ধারায় সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ২৫ হাজার টাকা, ওজন ও পরিমাপ মানদ- আইনের ধারায় আব্দুল্লাহ দই ও মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, প্রান্ত দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা, মুসলিম দই ঘর প্লাস ৫ হাজার টাকা, জয় দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়ার সহকারী পরিচালক (ঔষধ প্রশাসন) মরুময় সরকার, বগুড়ার বিএসটিআই ফিল্ড অফিসার শাহানুর হোসেন খান, পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খানসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান গনমাধ্যমকে জানান, নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বুধবার, ০৯ জুলাই ২০২৫
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ, খাদ্য, কসমেটিকস ও পরিমাপ-মানদণ্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক খান। এ সময় ঔষধ ও কসমেটিকস আইনে, রিফা মেডিসিন কর্তারকে ৬ হাজার ৫০০ টাকা, সিটি ফার্মেসিকে ৮ হাজার টাকা, মেসার্স হক ফার্মেসিকে ৩ হাজার টাকা, মা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মেসার্স মীম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আইনের ধারায় সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ২৫ হাজার টাকা, ওজন ও পরিমাপ মানদ- আইনের ধারায় আব্দুল্লাহ দই ও মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, প্রান্ত দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা, মুসলিম দই ঘর প্লাস ৫ হাজার টাকা, জয় দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়ার সহকারী পরিচালক (ঔষধ প্রশাসন) মরুময় সরকার, বগুড়ার বিএসটিআই ফিল্ড অফিসার শাহানুর হোসেন খান, পরিদর্শক (মেট্রোলজি) শাহ আলম পলাশ খানসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান গনমাধ্যমকে জানান, নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।