লালমনিরহাটের সদর উপজেলার ফকিরের তকেয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রিমি এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। সে বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনায়। অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত রিমি সদর উপজেলার তিস্তা বাজার এলাকার রেজাউল হকের মেয়ে।
পুলিশ জানান, রাতে যাত্রীবাহী একটি অটোরিকশা সদরের ফকিরের তকেয়া থেকে তিস্তা বাজার এলাকার দিকে যাচ্ছিল। পথে কুড়িগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিমি বেগম প্রাণ হারান। আহত দুই যাত্রীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর নবী জানান, ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
লালমনিরহাটের সদর উপজেলার ফকিরের তকেয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রিমি এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। সে বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনায়। অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত রিমি সদর উপজেলার তিস্তা বাজার এলাকার রেজাউল হকের মেয়ে।
পুলিশ জানান, রাতে যাত্রীবাহী একটি অটোরিকশা সদরের ফকিরের তকেয়া থেকে তিস্তা বাজার এলাকার দিকে যাচ্ছিল। পথে কুড়িগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রিমি বেগম প্রাণ হারান। আহত দুই যাত্রীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর নবী জানান, ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।