নিজ সন্তানদের পানিতে ফেলে হত্যা করেছেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন যমজ শিশুদের মা শান্তা বেগম। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ওসি কামরুল ইসলাম মিয়া।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আদালতে স্বীকার করেছেন মা শান্তা বেগম। গত সোমবার বিভীষিকাময় সন্ধ্যায় নিভে যায় দুটি নিষ্পাপ প্রাণ শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। একসময় যাদের হাসিতে মুখর ছিল সংসার, সেই শিশুদেরই নিথর দেহ ভেসে উঠে পাশের পুকুরে। সেদিনই আটক করা হয় শিশুদের বাবা সোহাগ মিয়া এবং মা শান্তা বেগমকে। মা শান্তা বেগমের চূড়ান্ত বক্তব্যে রহস্যের অবসান হলো। তিনিই পুকুরে ফেলে নিজ সন্তানদের হত্যা করেছে। পরিবারে দীর্ঘদিনের দারিদ্র্য, কলহ, মানসিক অস্থিরতা সব মিলিয়ে এক গভীর হতাশার অবস্থায় থাকা শান্তা শেষ পর্যন্ত দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন ।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
নিজ সন্তানদের পানিতে ফেলে হত্যা করেছেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন যমজ শিশুদের মা শান্তা বেগম। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ওসি কামরুল ইসলাম মিয়া।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আদালতে স্বীকার করেছেন মা শান্তা বেগম। গত সোমবার বিভীষিকাময় সন্ধ্যায় নিভে যায় দুটি নিষ্পাপ প্রাণ শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। একসময় যাদের হাসিতে মুখর ছিল সংসার, সেই শিশুদেরই নিথর দেহ ভেসে উঠে পাশের পুকুরে। সেদিনই আটক করা হয় শিশুদের বাবা সোহাগ মিয়া এবং মা শান্তা বেগমকে। মা শান্তা বেগমের চূড়ান্ত বক্তব্যে রহস্যের অবসান হলো। তিনিই পুকুরে ফেলে নিজ সন্তানদের হত্যা করেছে। পরিবারে দীর্ঘদিনের দারিদ্র্য, কলহ, মানসিক অস্থিরতা সব মিলিয়ে এক গভীর হতাশার অবস্থায় থাকা শান্তা শেষ পর্যন্ত দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন ।