ডোমার (নীলফামারী) : ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি কর্তন করছেন জেলা প্রশাসক -সংবাদ
নীলফামারীর ডোমারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য ক্ষতিকর এমন দুই প্রজাতির গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই দুই প্রজাতি গাছের চারাগুলো হলো ইউক্যালিপটাস ও আকাশমনি।
গতকাল বুধবার দুপুরে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামের একটি নার্সারীতে ক্ষতিকর গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এরপর বিভিন্ন নার্সারীতে অভিযান পরিচালনা করে ইউক্যালিপটাস ও আকাশমনির দেড় লাখ গাছের চারা কর্তন করে বিনষ্ট করা হয়। এই কার্যক্রমের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবীদ) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম জানান, ২০২৪-২০২৫ইং অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন করা হয়েছে। এই দুই প্রজাতি গাছের মাটি থেকে পানি শোষণ ক্ষমতা বেশী হওয়ায় মাটি রুক্ষ করে তোলে। তাই পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে এই দুই প্রজাতি গাছের চারা তৈরি,রোপন এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার সকল নার্সারীতে অভিযান পরিচালনা করে এসব গাছের চারা ধ্বংস করা হবে।
ডোমার (নীলফামারী) : ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি কর্তন করছেন জেলা প্রশাসক -সংবাদ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
নীলফামারীর ডোমারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য ক্ষতিকর এমন দুই প্রজাতির গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই দুই প্রজাতি গাছের চারাগুলো হলো ইউক্যালিপটাস ও আকাশমনি।
গতকাল বুধবার দুপুরে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘনপাড়া গ্রামের একটি নার্সারীতে ক্ষতিকর গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এরপর বিভিন্ন নার্সারীতে অভিযান পরিচালনা করে ইউক্যালিপটাস ও আকাশমনির দেড় লাখ গাছের চারা কর্তন করে বিনষ্ট করা হয়। এই কার্যক্রমের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবীদ) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম জানান, ২০২৪-২০২৫ইং অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন করা হয়েছে। এই দুই প্রজাতি গাছের মাটি থেকে পানি শোষণ ক্ষমতা বেশী হওয়ায় মাটি রুক্ষ করে তোলে। তাই পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে এই দুই প্রজাতি গাছের চারা তৈরি,রোপন এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার সকল নার্সারীতে অভিযান পরিচালনা করে এসব গাছের চারা ধ্বংস করা হবে।