ঢাকার মাওয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় স্পিডবোট ও ট্রলারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিখোঁজ হওয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মো. মোজাম্মেল হকের (৩৭) গলিত লাশ অবশেষে ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর কাছে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব, (এক্স), বিএন। মোজাম্মেলের লাশ উদ্ধারের খবরে তার নিজ গ্রাম উপজেলার সিংহ গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য মর্মাহত পোস্ট দেখা যাচ্ছে। নিহত মোজাম্মেল হক উপজেলার সিংহ গ্রামের দিলাল মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই আরও তিনজন আহত হয়েছিলেন, যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই মোজাম্মেলের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল, কিন্তু তার কোনো খোঁজ মিলছিল না।
দীর্ঘ ৬ দিন অপেক্ষার পর তার লাশ উদ্ধারের খবর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী জানান, মোজাম্মেল হকের লাশ এখনও তার বাড়িতে আসেনি আইনিকাজ শেষে আজ বিকেলে আসতে পারে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ঢাকার মাওয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় স্পিডবোট ও ট্রলারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিখোঁজ হওয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মো. মোজাম্মেল হকের (৩৭) গলিত লাশ অবশেষে ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর কাছে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব, (এক্স), বিএন। মোজাম্মেলের লাশ উদ্ধারের খবরে তার নিজ গ্রাম উপজেলার সিংহ গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য মর্মাহত পোস্ট দেখা যাচ্ছে। নিহত মোজাম্মেল হক উপজেলার সিংহ গ্রামের দিলাল মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই আরও তিনজন আহত হয়েছিলেন, যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই মোজাম্মেলের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল, কিন্তু তার কোনো খোঁজ মিলছিল না।
দীর্ঘ ৬ দিন অপেক্ষার পর তার লাশ উদ্ধারের খবর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী জানান, মোজাম্মেল হকের লাশ এখনও তার বাড়িতে আসেনি আইনিকাজ শেষে আজ বিকেলে আসতে পারে।