নদের পাড় কেটে নৌকার উপর শত শত জিও ব্যাগ ভর্তি করা হয়েছে। পাড় কাটা স্থানের স্লোপেই জিও ব্যাগগুলো ফেলা হবে। এভাবেই দিন-দুপুরে হরিলুটে বাস্তবায়ন হচ্ছে চিকাজানি ইউনিয়নের মন্ডলবাজার এলাকার ব্রহ্মপুত্র নদের তেরশ মিটার ভাঙন রোধ জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পটি।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫