বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল। বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলদান কালে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দুবলারচরের মেহেরআলী ও ডিপোরখাল থেকে ৩টি মাছধরা ট্রলারসহ ২৭ জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিল বলে বনরক্ষীরা জানান। আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। স্মার্ট টিমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব শুক্রবার,(১১ জুলাই ২০২৫) সকালে বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে। গত ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট-২০২৫ পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও প্রবেশে জনস্বার্থে তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল। বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলদান কালে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দুবলারচরের মেহেরআলী ও ডিপোরখাল থেকে ৩টি মাছধরা ট্রলারসহ ২৭ জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিল বলে বনরক্ষীরা জানান। আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। স্মার্ট টিমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব শুক্রবার,(১১ জুলাই ২০২৫) সকালে বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে। গত ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট-২০২৫ পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও প্রবেশে জনস্বার্থে তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে।