তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামের মৎস্য চাষির মাছ চাষ করা পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে মর্মে অভিযোগে তাড়াইল থানায় অভিযোগ করেছে পুকুরের মালিক মো. আবু তাহের মিয়া।
অভিযোগে প্রকাশ, পূর্বশত্রুতার রপশ ধরে নিজ বাড়িসংলগ্ন পুকুরে বরাবরের এত মাছ চাষ করে আসছিল। গত ৯ আগস্ট কোনো এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করলে মাছ মরা শুরু হয় এবং ১০ জুলাই পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মরে যায়। সর্বশান্ত মাছচাষি এবং স্থানীয়দের ধারণা অজ্ঞাত কোনো পতিপক্ষরা এ ধরনের কাজ করে ব্যাপক ক্ষতি করে থাকতে পারে মর্মে ১০ জুলাই /২০২৫ তাড়াইল থানায় এসে সুষ্ঠু তদন্তে মো. তাহের মিয়া অভিযোগ বা জিডি রেন সুবিচার পাওয়ার প্রত্যাশায়।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামের মৎস্য চাষির মাছ চাষ করা পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে মর্মে অভিযোগে তাড়াইল থানায় অভিযোগ করেছে পুকুরের মালিক মো. আবু তাহের মিয়া।
অভিযোগে প্রকাশ, পূর্বশত্রুতার রপশ ধরে নিজ বাড়িসংলগ্ন পুকুরে বরাবরের এত মাছ চাষ করে আসছিল। গত ৯ আগস্ট কোনো এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করলে মাছ মরা শুরু হয় এবং ১০ জুলাই পর্যন্ত প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মরে যায়। সর্বশান্ত মাছচাষি এবং স্থানীয়দের ধারণা অজ্ঞাত কোনো পতিপক্ষরা এ ধরনের কাজ করে ব্যাপক ক্ষতি করে থাকতে পারে মর্মে ১০ জুলাই /২০২৫ তাড়াইল থানায় এসে সুষ্ঠু তদন্তে মো. তাহের মিয়া অভিযোগ বা জিডি রেন সুবিচার পাওয়ার প্রত্যাশায়।