কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুজন পুরুষ ও দুজন নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত গজারিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রাত ১২টার দিকে অভিযান পরিচালনাকালে শামীম (৪৩) ও মামুনকে (১৮) মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড! একইভাবে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে বেলায়েতুন্নেছা (৫০) ও পারভীনকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট হিমাদ্রি খীসা। এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, রাত ১১টার পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করি। এবং ৪ জনকে ঘটনাস্থলেই দরতে সক্ষম হই।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রি খীসা বলেন, যৌথ বাহিনির একটি দল মাদক সেবনকারী ও সংরক্ষণকারীদের রাতের বেলা আটক করলে, এহেন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই সাজা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করি।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুজন পুরুষ ও দুজন নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত গজারিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল রাত ১২টার দিকে অভিযান পরিচালনাকালে শামীম (৪৩) ও মামুনকে (১৮) মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড! একইভাবে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে বেলায়েতুন্নেছা (৫০) ও পারভীনকে (৫৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট হিমাদ্রি খীসা। এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, রাত ১১টার পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করি। এবং ৪ জনকে ঘটনাস্থলেই দরতে সক্ষম হই।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রি খীসা বলেন, যৌথ বাহিনির একটি দল মাদক সেবনকারী ও সংরক্ষণকারীদের রাতের বেলা আটক করলে, এহেন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই সাজা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করি।