চাঁদপুরে পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার হাইমচর উপজেলার নীলকমল নৌপুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞতা মরদেহ পুরুষ বয়স অনুমান ৩০ বছর উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে মো. হাসানুর রহমান (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যান। যুবকের রহস্যজনক মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। অন্য লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের গোপালকান্দি প্রাইমারি স্কুলসংলগ্ন একটি পুকুর থেকে হাবিবুর রহমান (৫৫) নামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোরিকশা চালক। তার শ্বশুরবাড়ি মতলব উত্তরের পুটিয়ারপার গ্রামে।
শনিবার, ১২ জুলাই ২০২৫
চাঁদপুরে পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার হাইমচর উপজেলার নীলকমল নৌপুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞতা মরদেহ পুরুষ বয়স অনুমান ৩০ বছর উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে মো. হাসানুর রহমান (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যান। যুবকের রহস্যজনক মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। অন্য লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের গোপালকান্দি প্রাইমারি স্কুলসংলগ্ন একটি পুকুর থেকে হাবিবুর রহমান (৫৫) নামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোরিকশা চালক। তার শ্বশুরবাড়ি মতলব উত্তরের পুটিয়ারপার গ্রামে।