ঢাকার যাত্রাবাড়ীতে চাঁদার দাবিতে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি-সমর্থিত এক নেতার বিরুদ্ধে। এর জেরে শনিবার (১২ জুলাই) থেকে বন্ধ রয়েছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বাস চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম ও তাঁর অনুসারীরা চাঁদা না পেয়ে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে যাত্রাবাড়ীতে অন্তত ২০টি বাসে ভাঙচুর চালিয়েছেন এবং ৩০ জন শ্রমিককে মারধর করেছেন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাস মালিক সিরাজুল ইসলাম মাদবর বলেন, “আমরা মাসে প্রায় ৭ লাখ টাকা ফাহিমকে দিতাম। এখন তিনি চাঁদার পরিমাণ বাড়িয়েছেন। দিতে না পারায় আমাদের বাস চলাচলে বাধা দিচ্ছেন।”
শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, “ফাহিম পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে। র্যাব-পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”
অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। উল্টো শরীয়তপুরের বাস মালিক সমিতি আমাদের গাড়িগুলোকে অন্য উপজেলায় যেতে দিচ্ছে না।”
এ প্রসঙ্গে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনারকে জানানো হয়েছে, যাতে শরীয়তপুরের বাস চলাচল নির্বিঘ্ন হয় এবং ভুক্তভোগীরা আইনি সহায়তা পান।”
রোববার, ১৩ জুলাই ২০২৫
ঢাকার যাত্রাবাড়ীতে চাঁদার দাবিতে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি-সমর্থিত এক নেতার বিরুদ্ধে। এর জেরে শনিবার (১২ জুলাই) থেকে বন্ধ রয়েছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বাস চলাচল, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম ও তাঁর অনুসারীরা চাঁদা না পেয়ে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে যাত্রাবাড়ীতে অন্তত ২০টি বাসে ভাঙচুর চালিয়েছেন এবং ৩০ জন শ্রমিককে মারধর করেছেন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাস মালিক সিরাজুল ইসলাম মাদবর বলেন, “আমরা মাসে প্রায় ৭ লাখ টাকা ফাহিমকে দিতাম। এখন তিনি চাঁদার পরিমাণ বাড়িয়েছেন। দিতে না পারায় আমাদের বাস চলাচলে বাধা দিচ্ছেন।”
শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, “ফাহিম পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে। র্যাব-পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”
অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। উল্টো শরীয়তপুরের বাস মালিক সমিতি আমাদের গাড়িগুলোকে অন্য উপজেলায় যেতে দিচ্ছে না।”
এ প্রসঙ্গে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনারকে জানানো হয়েছে, যাতে শরীয়তপুরের বাস চলাচল নির্বিঘ্ন হয় এবং ভুক্তভোগীরা আইনি সহায়তা পান।”