গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। মোটরসাইকেল থেকে একজন নেমে পড়ে, বাকিরা সামনে গিয়ে পথরোধ করে। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা আরও একজন নেমে ছাতা হাতে ব্যক্তিকে ঘিরে ফেলে। হাতে চাপাতি। চাপাতির ভয় দেখিয়ে ওই পথচারীর কাঁধে থাকা ব্যাগ, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসব নেয়ার পর ভুক্তভোগীর শরীরে থাকা টি-শার্ট ও পায়ের জুতাও খুলে নেয় ছিনতাইকারীরা।
এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভির ধরা পড়া ঘটনাটি রাজধানীর শ্যামলী এলাকার ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের সামনে। গত শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। তিনি থানায়ও কোনো অভিযোগ করেননি। বিষয়টি পুলিশের নজরে আসার পর পুলিশ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভুক্তভোগী ওই পথচারীর সন্ধানে কাজ করছে বলে জানিয়েছে।
শ্যামলী এলাকায় কর্মরত স্থানীয় এক নিরাপত্তাকর্মীর দেয়া ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, মোটরসাইকেলের পেছনে থাকা দুই ছিনতাইকারীর হাতে ধারালো অস্ত্র। চকচকে চাপাতি সাদৃশ্য। দুইজনের মধ্যে একজন ছিল খালি গায়ে। বাকি দুইজন হেলমেট পরিহিত। তারা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখায়। দেখা যায়, ছিনতাইকারীরা প্রথমে তার কাঁধে থাকা ব্যাগ, মানিব্যাগ, মোবাইল কেড়ে নেয়।
এরপর ভুক্তভোগীকে তার শরীরে থাকা টি-শার্ট খুলে দিতে বলে। ভুক্তভোগী ভয়ে ভয়ে টি-শার্ট খুলছিল আবার খুলছিল না। এ সময় সামনে ও পেছন থেকে আগলে রাখা দুই ছিনতাইকারী ভুক্তভোগীর গায়ের দিক চাপাতি ঘুরাচ্ছিল আর কোপ দিবে দিবে এমন ভাব দেখাচ্ছিল। এতে দ্রুত টি-শার্ট খুলে দেয় ওই ব্যক্তি। টি-শার্ট নেয়ার পর পায়ে থাকা জুতাও দিতে বলে। এতে ভয়ে দ্রুত জুতা খুলে দেয় ভুক্তভোগী। এরপর ছিনতাইকারী বাইকে ওঠার আগে বার বার ভুক্তভোগী ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করার ভয় একই মোটরসাইকেলে চলে যায়।
এ বিষয়ে রবিবার(১৩-৭-২০২৫) শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, ঘটনার পরপরই ভিডিওটি নজরে আসে। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবু আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে। ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানানোর অনুরোধ জানান ওসি। ভুক্তভোগীর সহযোগিতা নিয়ে এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
রোববার, ১৩ জুলাই ২০২৫
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। মোটরসাইকেল থেকে একজন নেমে পড়ে, বাকিরা সামনে গিয়ে পথরোধ করে। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা আরও একজন নেমে ছাতা হাতে ব্যক্তিকে ঘিরে ফেলে। হাতে চাপাতি। চাপাতির ভয় দেখিয়ে ওই পথচারীর কাঁধে থাকা ব্যাগ, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসব নেয়ার পর ভুক্তভোগীর শরীরে থাকা টি-শার্ট ও পায়ের জুতাও খুলে নেয় ছিনতাইকারীরা।
এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভির ধরা পড়া ঘটনাটি রাজধানীর শ্যামলী এলাকার ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের সামনে। গত শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। তিনি থানায়ও কোনো অভিযোগ করেননি। বিষয়টি পুলিশের নজরে আসার পর পুলিশ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভুক্তভোগী ওই পথচারীর সন্ধানে কাজ করছে বলে জানিয়েছে।
শ্যামলী এলাকায় কর্মরত স্থানীয় এক নিরাপত্তাকর্মীর দেয়া ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, মোটরসাইকেলের পেছনে থাকা দুই ছিনতাইকারীর হাতে ধারালো অস্ত্র। চকচকে চাপাতি সাদৃশ্য। দুইজনের মধ্যে একজন ছিল খালি গায়ে। বাকি দুইজন হেলমেট পরিহিত। তারা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখায়। দেখা যায়, ছিনতাইকারীরা প্রথমে তার কাঁধে থাকা ব্যাগ, মানিব্যাগ, মোবাইল কেড়ে নেয়।
এরপর ভুক্তভোগীকে তার শরীরে থাকা টি-শার্ট খুলে দিতে বলে। ভুক্তভোগী ভয়ে ভয়ে টি-শার্ট খুলছিল আবার খুলছিল না। এ সময় সামনে ও পেছন থেকে আগলে রাখা দুই ছিনতাইকারী ভুক্তভোগীর গায়ের দিক চাপাতি ঘুরাচ্ছিল আর কোপ দিবে দিবে এমন ভাব দেখাচ্ছিল। এতে দ্রুত টি-শার্ট খুলে দেয় ওই ব্যক্তি। টি-শার্ট নেয়ার পর পায়ে থাকা জুতাও দিতে বলে। এতে ভয়ে দ্রুত জুতা খুলে দেয় ভুক্তভোগী। এরপর ছিনতাইকারী বাইকে ওঠার আগে বার বার ভুক্তভোগী ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করার ভয় একই মোটরসাইকেলে চলে যায়।
এ বিষয়ে রবিবার(১৩-৭-২০২৫) শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, ঘটনার পরপরই ভিডিওটি নজরে আসে। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবু আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে। ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানানোর অনুরোধ জানান ওসি। ভুক্তভোগীর সহযোগিতা নিয়ে এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।