পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশ্ত করে না। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস হয়েছে, গত তিন-চার মাসে আমরা দেখেছি যেখানেই খবর পেয়েছি, সেখানেই আসামিদের গ্রেপ্তার করেছি। এখন আর কোনো আসামি ছাড়া পাবে না।’
রোববার(১৩-৭-২০২৫) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিএমই ভবন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায় হওয়ার পরও উচ্ছেদে সময় লেগেছে। আদালত যেটা অবৈধ ঘোষণা করেছে, সেটা অবৈধই তাকে বৈধ করার কোনো সুযোগ নেই। আমার জানা মতে, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
খাল ও নদী দখল-দূষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের সময় কম, তবে অল্প সময়ে ঢাকার শহরের ২০টি খাল ও তুরাগ নদীতে কাজ শুরু করেছি। এসব প্রকল্পের অর্থ জোগাড় করছি। অন্য জায়গার খালগুলো, যেমন নোয়াখালীতে যেগুলো এখনও দখলমুক্ত করা যায়নি, সেগুলো নিয়েও ভাবছি। এখানে ‘কর্ণপাড়া খাল’-এর কথা বলেছি, যেটা আমরা দখলমুক্ত করার তালিকায় নিয়েছি। সব খাল একসঙ্গে মুক্ত করা সম্ভব নয়, তবে একটি প্রক্রিয়ার মধ্যে কাজটি শুরু করেছি। চট্টগ্রাম ও সাভারের কয়েকটি খাল নিয়েও শিগগিরই কাজ শুরু করবো।’
সাভারের ইটভাটাগুলোর পরিবেশদূষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেগুলো অবৈধ ইটভাটা, তাদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছে। আড়াই বছরের হিসাব দিতে পারবো না, তবে গত ১১ মাসের কাজ বলতে পারি। এই সময়ে যতটা সম্ভব, তার চেয়েও বেশি করেছি। সাভারের ইটভাটাগুলোর তালিকা নিয়ে বসেছি। বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টে শেষ হয়ে যাচ্ছে। হাতে গোনা ৬-৮টি ভাটা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ থাকবে। যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেগুলোর রিনিউ করার সুযোগও নেই। এই ৬-৮টি ভাটার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলার বিভিন্নস্তরের প্রশাসনিক কর্মকর্তারা।
রোববার, ১৩ জুলাই ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশ্ত করে না। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস হয়েছে, গত তিন-চার মাসে আমরা দেখেছি যেখানেই খবর পেয়েছি, সেখানেই আসামিদের গ্রেপ্তার করেছি। এখন আর কোনো আসামি ছাড়া পাবে না।’
রোববার(১৩-৭-২০২৫) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিএমই ভবন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায় হওয়ার পরও উচ্ছেদে সময় লেগেছে। আদালত যেটা অবৈধ ঘোষণা করেছে, সেটা অবৈধই তাকে বৈধ করার কোনো সুযোগ নেই। আমার জানা মতে, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
খাল ও নদী দখল-দূষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের সময় কম, তবে অল্প সময়ে ঢাকার শহরের ২০টি খাল ও তুরাগ নদীতে কাজ শুরু করেছি। এসব প্রকল্পের অর্থ জোগাড় করছি। অন্য জায়গার খালগুলো, যেমন নোয়াখালীতে যেগুলো এখনও দখলমুক্ত করা যায়নি, সেগুলো নিয়েও ভাবছি। এখানে ‘কর্ণপাড়া খাল’-এর কথা বলেছি, যেটা আমরা দখলমুক্ত করার তালিকায় নিয়েছি। সব খাল একসঙ্গে মুক্ত করা সম্ভব নয়, তবে একটি প্রক্রিয়ার মধ্যে কাজটি শুরু করেছি। চট্টগ্রাম ও সাভারের কয়েকটি খাল নিয়েও শিগগিরই কাজ শুরু করবো।’
সাভারের ইটভাটাগুলোর পরিবেশদূষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেগুলো অবৈধ ইটভাটা, তাদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছে। আড়াই বছরের হিসাব দিতে পারবো না, তবে গত ১১ মাসের কাজ বলতে পারি। এই সময়ে যতটা সম্ভব, তার চেয়েও বেশি করেছি। সাভারের ইটভাটাগুলোর তালিকা নিয়ে বসেছি। বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টে শেষ হয়ে যাচ্ছে। হাতে গোনা ৬-৮টি ভাটা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ থাকবে। যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেগুলোর রিনিউ করার সুযোগও নেই। এই ৬-৮টি ভাটার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলার বিভিন্নস্তরের প্রশাসনিক কর্মকর্তারা।