নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার(১৩-৭-২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা আদায় করেন।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালুসহ চারটি ট্রাক্টর জব্দ করে থানায় নেয়া হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক্টরের চার মালিককে প্রতি জনকে ১ লাখ ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- লিমন ইসলাম (২০), আরিফুল ইসলাম, হাসান ইসলাম, জিহাদ, বাহাগিলী চেয়ারম্যানের হাট এলাকা। ইউএনও প্রীতম সাহা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।
রোববার, ১৩ জুলাই ২০২৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার(১৩-৭-২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ জরিমানা আদায় করেন।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিণ বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালুসহ চারটি ট্রাক্টর জব্দ করে থানায় নেয়া হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক্টরের চার মালিককে প্রতি জনকে ১ লাখ ২৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- লিমন ইসলাম (২০), আরিফুল ইসলাম, হাসান ইসলাম, জিহাদ, বাহাগিলী চেয়ারম্যানের হাট এলাকা। ইউএনও প্রীতম সাহা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।