হবিগঞ্জের নবীগঞ্জ শহরে সম্প্রতি দফায় দফায় একাধিক সংঘর্ষের জেরে ব্যবসা-প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ও যানবাহনে ভাঙচুর-লুটপাট এবং ট্রাক, বাস, সিএনজি, ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছিল গত ৪ দিন ধরে। ভাঙচুর ও লুটপাটে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শহরে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার। গত ৭ জুলাই সকালে আনমনু ও তিমিরপুর গ্রামের লোকজন পূর্ব ঘোষণা দিয়ে নিজ নিজ এলাকায় পূর্ব প্রস্তুতিমূলক সভা করেন। এরপর বিকেল ৩টায় পূর্ব ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত সোমবার দুপুরে ফের সংঘর্ষে একজন নিহত হন ফারুক মিয়া নামের অ্যাম্বুলেন্স চালক। তিনি পৌরসভার তিমিরপুর গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুরুতর আহত হয় পৌরসভার আনমনু গ্রামের আওয়াল মিয়ার পুত্র রিমন মিয়া (৪০)। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শনিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রোববার, ১৩ জুলাই ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে সম্প্রতি দফায় দফায় একাধিক সংঘর্ষের জেরে ব্যবসা-প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ও যানবাহনে ভাঙচুর-লুটপাট এবং ট্রাক, বাস, সিএনজি, ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছিল গত ৪ দিন ধরে। ভাঙচুর ও লুটপাটে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে শহরে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার। গত ৭ জুলাই সকালে আনমনু ও তিমিরপুর গ্রামের লোকজন পূর্ব ঘোষণা দিয়ে নিজ নিজ এলাকায় পূর্ব প্রস্তুতিমূলক সভা করেন। এরপর বিকেল ৩টায় পূর্ব ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত সোমবার দুপুরে ফের সংঘর্ষে একজন নিহত হন ফারুক মিয়া নামের অ্যাম্বুলেন্স চালক। তিনি পৌরসভার তিমিরপুর গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুরুতর আহত হয় পৌরসভার আনমনু গ্রামের আওয়াল মিয়ার পুত্র রিমন মিয়া (৪০)। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শনিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।