ইতিহাস প্রসিদ্ধ মহাতীর্থ প্রাচীনতম চন্ডি মন্দির। সপ্তম শতাব্দীতে রাজা দেব খড়গ তার স্ত্রী প্রতীভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে পাহাড়ে চন্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন।
এর মধ্যে চন্ডী মন্দিরে স্বরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা আর্চনা করা হয়। বিভিন্ন উৎসবে এ মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এছাড়াও সপ্তাহ জুড়ে দূর দূরান্তে থেকে এখানে বিভিন্ন মনবাসনা নিয়ে ছুটে আসেন।
হিন্দু ধর্মালম্বী সকল পেশার মানুষ। বহু পুরাতন মন্দির দেখতে মুসলিম ধর্ম ও অন্যান্য সকল ধর্মের মানুষ ভীড় করেন এখানে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত বরুড়া উপজেলার শুরুর স্থান ও লালমাই উপজেলার কোনে লাল মাটির পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় এই মন্দিরের অবস্থান।
জানা যায়, রাজার আমলে রেখে যাওয়া মন্দিরের নামে মোট ২ একর ৬৮ শতক জায়গা থাকলেও পরে, পাশ্ববর্তী মুন্সি বাড়ির লোকজন কিছু জায়গা নিজেদের নামে এসএ খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেয়। বর্তমানে বিএস খতিয়ানে এক একর ৩শতক জায়গা থাকলেও বেদখল হয়ে রয়েছে অনেকটাই। যা বহু বার চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তারমধ্যে উল্লেখ যোগ্য দুতিয়াপুর দীঘি মন্দিরের সম্পদ হলেও তাও দখলে নেই। এমনটিই জানিয়েছেন মন্দির কতৃপক্ষ, বছরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার লোক স্নান করে এই দীঘিতে।
মন্দিরের দায়িত্বে থাকা দুর্লভ দাস বলেন, বিগত অনেকগুলো বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিখ্যাত মন্দিরটিতে তবে, কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার সাবেক এমপি মনিরুল হক চৌধুরী আমাদের মন্দিরের জন্য কাজ করেছেন আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আগামীদিনে মন্দিরের বেদখলকৃত জায়গা উদ্ধার করতেও এই নেতার কাছে সহযোগীতা চান তিনি।
এই বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, চন্ডি মন্দিরটি অনেক পুরাতন একটি মন্দির।
ইতিপূর্বে কিছু লোকজন জোর পূর্বক মন্দিরের সামনে ঘর তুলে দখল করার চেষ্টা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছি। তবে, মন্দিরের জায়গা বেদখল হয়ে আছে এই বিষয়টি তারা আমাদেরকে জানায়নি। যদি এমন হয়ে থাকে তাহলে তারা নিয়ম অনুযায়ী আবেদন করলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
কুমিল্লা-৯ নির্বাচনী আসনের সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেন, আমি চন্ডি মন্দিরে যাবো এবং তাদের কথা শুনবো। চন্ডিমুড়া মন্দিরের জায়গা বেদখল হয়ে আছে প্রশ্নে? তিনি বলেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা মামলা করতে পারে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো।
রোববার, ১৩ জুলাই ২০২৫
ইতিহাস প্রসিদ্ধ মহাতীর্থ প্রাচীনতম চন্ডি মন্দির। সপ্তম শতাব্দীতে রাজা দেব খড়গ তার স্ত্রী প্রতীভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে পাহাড়ে চন্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করেন।
এর মধ্যে চন্ডী মন্দিরে স্বরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা আর্চনা করা হয়। বিভিন্ন উৎসবে এ মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এছাড়াও সপ্তাহ জুড়ে দূর দূরান্তে থেকে এখানে বিভিন্ন মনবাসনা নিয়ে ছুটে আসেন।
হিন্দু ধর্মালম্বী সকল পেশার মানুষ। বহু পুরাতন মন্দির দেখতে মুসলিম ধর্ম ও অন্যান্য সকল ধর্মের মানুষ ভীড় করেন এখানে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত বরুড়া উপজেলার শুরুর স্থান ও লালমাই উপজেলার কোনে লাল মাটির পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় এই মন্দিরের অবস্থান।
জানা যায়, রাজার আমলে রেখে যাওয়া মন্দিরের নামে মোট ২ একর ৬৮ শতক জায়গা থাকলেও পরে, পাশ্ববর্তী মুন্সি বাড়ির লোকজন কিছু জায়গা নিজেদের নামে এসএ খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেয়। বর্তমানে বিএস খতিয়ানে এক একর ৩শতক জায়গা থাকলেও বেদখল হয়ে রয়েছে অনেকটাই। যা বহু বার চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তারমধ্যে উল্লেখ যোগ্য দুতিয়াপুর দীঘি মন্দিরের সম্পদ হলেও তাও দখলে নেই। এমনটিই জানিয়েছেন মন্দির কতৃপক্ষ, বছরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার লোক স্নান করে এই দীঘিতে।
মন্দিরের দায়িত্বে থাকা দুর্লভ দাস বলেন, বিগত অনেকগুলো বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিখ্যাত মন্দিরটিতে তবে, কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার সাবেক এমপি মনিরুল হক চৌধুরী আমাদের মন্দিরের জন্য কাজ করেছেন আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আগামীদিনে মন্দিরের বেদখলকৃত জায়গা উদ্ধার করতেও এই নেতার কাছে সহযোগীতা চান তিনি।
এই বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, চন্ডি মন্দিরটি অনেক পুরাতন একটি মন্দির।
ইতিপূর্বে কিছু লোকজন জোর পূর্বক মন্দিরের সামনে ঘর তুলে দখল করার চেষ্টা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছি। তবে, মন্দিরের জায়গা বেদখল হয়ে আছে এই বিষয়টি তারা আমাদেরকে জানায়নি। যদি এমন হয়ে থাকে তাহলে তারা নিয়ম অনুযায়ী আবেদন করলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
কুমিল্লা-৯ নির্বাচনী আসনের সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেন, আমি চন্ডি মন্দিরে যাবো এবং তাদের কথা শুনবো। চন্ডিমুড়া মন্দিরের জায়গা বেদখল হয়ে আছে প্রশ্নে? তিনি বলেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা মামলা করতে পারে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো।