alt

সারাদেশ

জীবনযুদ্ধে অদম্য প্রতিবন্ধী কাজল রেখা

আফতাব হোসেন, গাইবান্ধা : রোববার, ১৩ জুলাই ২০২৫

গাইবান্ধা : বাড়ির আঙিনায় হুইল চেয়ারে কাজল রেখা -সংবাদ

কাজল রেখা। শারিরীক প্রতিবন্ধিতা পেছনে ফেলে এলাকায় হয়ে উঠেছেন হাজারের মানুষের আশার অবলম্বন। তবে, নিজের ইচ্ছে শক্তি, জ্ঞান ও দক্ষতায় প্রতিবন্ধিতা জয় করে এখন নিজের কাজল রেখা শুধু নিজ এলাকাতেই না দেশ ও বিদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে সাহসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অনুকরণীয় হয়ে উঠেছেন। তার বেড়েছে আত্মপ্রত্যয়ী ও সম্মান।

দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ছয় ভাই আর তিন বোনের মধ্যে সবার ছোট সে। জন্ম ১৯৮৫ সালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর লাহিরী খামার গ্রামে। গ্রামীণ পরিবেশে আর দশজন কিশোরীর এত স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে কাজল রেখা। এসএসসি পাশও করে কিন্তু এরপর একটি দুর্ঘটনা কাজল রেখার জীবনকে আটকে দেয় প্রতিবন্ধকতায় বেড়াজলে। ১১ সদস্যের সংসারের অভাব অনটন থাকলেও কাজল রেখার বাবা আবুল কাশেম মিয়ার স্বপ্ন ছিল অন্তত ছোট মেয়েকে (কাজল রেখা) সাধ্য এতো পড়াশোনা করানোর। কিন্তু যখন কাজল রেখা ৯ম শ্রেণিতে পড়ে তখন বাবা আবুল কাশেমের মৃত্যু হলে পড়ালেখার স্বপ্নে অনেকটাই থমকে যায়। দুবছর পর ২০০১ সালে এসএসসি পরীক্ষার সময় মৃত্যু হয় মা খোদেজা বেগমের। আরও বেশি অসহায় হয়ে পড়েন কাজল রেখা।

এরপর কাজল রেখার দায়িত্ব পড়ে বড় ভাইদের উপর। ২০০২ সালে বিয়ে দেন সদর উপজেলার উত্তর গিদারীতে। পড়ালেখার স্বপ্ন শেষ হয় এখানে। তবে, কাজল রেখার বিয়ের পর স্বামীর বাড়িটিকেই আপন করে নেন। কিন্তু সেই আপন বাড়িটি বেশিদিন আপন থাকেনি।

মাস দশেক সংসার করার পর গৃহাস্থালী কাজ হিসাবে মই দিয়ে সীম পাড়ার সময় পড়ে গিয়ে পিঠের হার ভেঙে যায়। স্বামী-শ্বশুর বাড়ির লোকজন মাসখানেক চিকিৎসা করে কাজল রেখাকে ভাই এর বাড়িতে পাঠিয়ে দেয়।

কিছুদিন বড় ভাই ভাবীরা গ্রাম্য চিকিৎসক ও পরে রংপুরে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠতে পারেনি। সোজা হয়ে দাঁড়ানোর এত সক্ষমতা ফিরে পান না কাজল রেখা। এই একটি ছোট দুর্ঘটনা কিছু সময়ের জন্য জীবনের কাল হয়ে দাঁড়ায়।

ভাই-ভাবির অভাবের সংসারের কাজল রেখার ভাইয়েরা চারটি টিন দিয়ে ছাপড়া ঘর তুলে ঠাঁই দেয়া বাড়ির বাহিরে। কিভাবে জীবন বাঁচিয়ে রাখবেন এ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখেন এই কিশোরী।

এভাবেই একটি ঘরে আবদ্ধ অবস্থায় কাটে ছয়টি বছর। ২০০৯ সালে তার সন্ধান পায় বেসরকারি একটি সংস্থা। প্রথমে তাকে একটি হুইল চেয়ার দিতে চাইলে সে তা নিতে অস্বীকৃতি জানায়। পরে অবশ্য পরিবারের অন্য সদস্য ও এনজিও কথায় রাজী হয়ে হুইল চেয়ারটি গ্রহণ করে ঘরের বাহিরে বের হয়। এ সময় এনজিওটির পক্ষ থেকে তাকে সেলাই মেশিন চালানোর উপর ৩মাসের প্রশিক্ষণ দিয়ে একটি সেলাই মেশিন প্রদান করে। আর তার এই প্রশিক্ষণই জীবনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন উজ্জ্বীবিত করে তাকে। হুইল চেয়ারে বসেই সে বাড়িতে জামা কাপড় সেলাই করতে থাকে। এতে করে সে নিজের উপার্জন থেকে খাবার ও প্রয়োজনীয় চাহিদা মেটার পথ খুঁজে পান।

ইতোমধ্যে সে প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত হন। এরপর আর তাকে আর পেছনে তাকাতে হয়নি। প্রচ- ইচ্ছে শক্তির কারণে আর কিছুটা পড়ালেখা জানার কারণে বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কাজল রেখা। নিজের সমস্যা উপলব্দি করে সব প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা করার ক্ষমতা অর্জন করেন তিনি।

এ ছাড়া নারী হিসাবে এবং দুর্যোগপ্রবণ এলাকায় নারীদের যে অবস্থা হয় এগুলোও নিয়ে তিনি কথা বলেন বিভিন্ন সভা সেমিনারে।

প্রতিবেশী সোহেল রানা জানান, কাজল রেখা এলাকার অসহায় মানুষের অবলম্বন। তার কাছে এখন সবাই সহযোগিতা ও পরামর্শ নিতে আসেন।

এই গ্রামের সাবিনা ইয়াসমিন বলেন কাজল রেখা প্রতিবন্ধিতা শিকার হয়ে কতই না কষ্ট করেছে, কিন্তু সেই কষ্ট এখন আর নেই। নিজের ইচ্ছে শক্তি ও পরিশ্রমে জীবনে সফলতা এনেছেন।

বেসরকারি সংস্থা সিডিডি ও গণউন্নয়ন কেন্দ্র এর মাধ্যমে ২০১১ সালে প্রথমে ইন্দোনেশিয়া যাওয়া সুযোগ হয় তার। এরপর জাপান, সুইজারল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ ৭টি দেশে আন্তর্জাতিক সভা-সেমিনারে যাওয়ার সুযোগ হয় তার।

এসব দেশে তিনি বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বেশ প্রশংসিত হন।

জাতীয় পর্যায়ে অসংখ্য সভা-সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। ২০২৮ সালে একটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন এই কাজল রেখা। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ধারা থেকে বাদ রেখে এসডিজিও অর্জন কোনোভাবেই সম্ভব না। আর এই বক্তব্যে অংশগ্রহণকারীদের টনক নড়ে। তারা বলেন, কাজল রেখা শুধু একজন গ্রামের কাজল রেখা না সে এখন সব পৃথিবীর প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের একজন সফল প্রতিবাদী কিশোরী নারী।

কাজল রেখা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ওজলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবন্ধীদের প্রবেশগম্যতায় এই কাজল রেখা এ্যাডভোকেসি করে সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস ২য় তলা থেকে নীচ তলায় নিয়ে এসেছেন। নিজ ইউনিয়ন শ্রীপুর ও আশপাশের ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে প্রতিবন্ধীদের জন্য বাজেট নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিস্তা-ব্রহ্মপুত্রের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ অসংখ্য সাফল্য রয়েছে তার। অসংখ্য প্রতিবন্ধীদের কার্ড ও ভাতা পেতে সহায়তা করেছেন তিনি।

বাস, নৌকা, ট্রেন, দুর্যোগে আশ্রয় কেন্দ্র, হাটবাজার, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার পেয়েছেন কাজল রেখা। এসব পুরুস্কার অর্জনে তিনি গর্ববোধ করেন এবং সামনে এগুতে প্রেরণা দেয়। তিনি জানান, একজন প্রতিবন্ধী নারীও সুযোগ ও সহায়তা পেলে পারে জীবনের স্বনির্ভর হয়ে বাঁচতে।

তিনি মনে করেন, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা থাকলে মানুষ তার জীবনের অবস্থার উন্নয়ন করেত পারে। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারি ও আন্তর্জাতিকভাবে যেসব পলিসি ও আইন রয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন হওয়া উচিত। এ ছাড়া কিছু আইন ও পলিসি ডেভেলপ করা করার প্রস্তাবনাও রাখেন তিনি।

গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ফজলুল হক জানান, প্রতিবন্ধীতা একটি সমস্যা মাত্র, কিন্তু এর কারণে জীবন থেমে থাকতে পারে না। কাজল রেখা এখন মডেল। তার অবদান অনুকরণীয়।

একারণে তিনি জানান, প্রতিবন্ধীদের পেছেনে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব না, এ কারণে সব উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি লক্ষ্য রেখে ডিজাইন করতে হবে। আর এসব পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সক্রিয় ভূমিকা রাখা। এ কারণেই আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজল রেখা প্রতিদ্বন্দ্বিতাও করতে চান।

মুক্তাগাছায় দিন-দুপুরে বাসার তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

আইনের তোয়াক্কা না করে আবাসিক এলাকায় শব্দদূষণ

এসএসসি: যশোরে ‘কেন্দ্রের ভুলে’ অনুত্তীর্ণরা তিন দিন পর উত্তীর্ণ!

ভারতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা, তামাবিল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর

ছবি

পাটচাষ থেকে বিমুখ পলাশের কৃষকরা

ছবি

ফেসবুকে পরিচয়ের জের জুটি বাঁধলেন দুই প্রতিবন্ধী

হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি

মাথা গোঁজার ঠাঁই চান শহীদ নাজমুলের মা

মহম্মদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-রুইজানি রাস্তায় খানাখন্দ ভরপুর, দুর্ভোগ

মেধাবী স্বর্ণালির লেখাপড়ার দায়িত্ব নিল বিএনপি

ছবি

বিখ্যাত চন্ডি মন্দিরের জমি বেদখল!

পীরগঞ্জে আদিবাসীর জমি দখল নিয়ে থানায় অভিযোগ!

ছবি

দুমকি হাসপাতালে জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা

ছবি

বর্ষায় ডেঙ্গুর প্রকোপ, চট্টগ্রামে হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের রহমতখালী খাল

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছানি অস্ত্রোপচার

বাসচাপায় বাইক আরোহী নিহত

ছবি

আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনকে হুমকির অভিযোগ অস্বীকার ইমরানের

ছবি

বিলীন ৫০ বিঘা জমি, হুমকিতে বসতভিটা

পীরগাছা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক আব্দুল কুদ্দুছ

ছবি

যশোরে ব্যবহারিক নম্বর না পাঠানোয় ভুল ফল, তিন দিন পর সংশোধন পেল শিক্ষার্থীরা

কচুয়াই ইউপির সাবেক চেয়ারম্যান জসিম গ্রেপ্তার

ছবি

জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি

বর্ষার ভরা মৌসুমেও পঞ্চগড়ে খাঁ খাঁ ফসলি মাঠ, বৃষ্টি না হলে সেচে চাষের শঙ্কা

ছবি

পৌরসভার গেটে আবর্জনা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

শেরপুরে অনেকেই দাদনের জালে সর্বস্বান্ত

ছবি

সোহাগ হত্যাকারীদের বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ

মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু

ছবি

২৪ কোটি টাকার সম্পদ ও ১০৮ কোটি টাকার লেনদেন নিয়ে দুদকের মামলায় ফজলে করিম

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি

সিংগাইরে নবনির্মিত সাবরেজিস্ট্রি ভবনে ফাটল, বৃষ্টিতে ঝরে পানি

জেলার সেরা বিদ্যালয় সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল

tab

সারাদেশ

জীবনযুদ্ধে অদম্য প্রতিবন্ধী কাজল রেখা

আফতাব হোসেন, গাইবান্ধা

গাইবান্ধা : বাড়ির আঙিনায় হুইল চেয়ারে কাজল রেখা -সংবাদ

রোববার, ১৩ জুলাই ২০২৫

কাজল রেখা। শারিরীক প্রতিবন্ধিতা পেছনে ফেলে এলাকায় হয়ে উঠেছেন হাজারের মানুষের আশার অবলম্বন। তবে, নিজের ইচ্ছে শক্তি, জ্ঞান ও দক্ষতায় প্রতিবন্ধিতা জয় করে এখন নিজের কাজল রেখা শুধু নিজ এলাকাতেই না দেশ ও বিদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে সাহসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে অনুকরণীয় হয়ে উঠেছেন। তার বেড়েছে আত্মপ্রত্যয়ী ও সম্মান।

দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ছয় ভাই আর তিন বোনের মধ্যে সবার ছোট সে। জন্ম ১৯৮৫ সালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর লাহিরী খামার গ্রামে। গ্রামীণ পরিবেশে আর দশজন কিশোরীর এত স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে কাজল রেখা। এসএসসি পাশও করে কিন্তু এরপর একটি দুর্ঘটনা কাজল রেখার জীবনকে আটকে দেয় প্রতিবন্ধকতায় বেড়াজলে। ১১ সদস্যের সংসারের অভাব অনটন থাকলেও কাজল রেখার বাবা আবুল কাশেম মিয়ার স্বপ্ন ছিল অন্তত ছোট মেয়েকে (কাজল রেখা) সাধ্য এতো পড়াশোনা করানোর। কিন্তু যখন কাজল রেখা ৯ম শ্রেণিতে পড়ে তখন বাবা আবুল কাশেমের মৃত্যু হলে পড়ালেখার স্বপ্নে অনেকটাই থমকে যায়। দুবছর পর ২০০১ সালে এসএসসি পরীক্ষার সময় মৃত্যু হয় মা খোদেজা বেগমের। আরও বেশি অসহায় হয়ে পড়েন কাজল রেখা।

এরপর কাজল রেখার দায়িত্ব পড়ে বড় ভাইদের উপর। ২০০২ সালে বিয়ে দেন সদর উপজেলার উত্তর গিদারীতে। পড়ালেখার স্বপ্ন শেষ হয় এখানে। তবে, কাজল রেখার বিয়ের পর স্বামীর বাড়িটিকেই আপন করে নেন। কিন্তু সেই আপন বাড়িটি বেশিদিন আপন থাকেনি।

মাস দশেক সংসার করার পর গৃহাস্থালী কাজ হিসাবে মই দিয়ে সীম পাড়ার সময় পড়ে গিয়ে পিঠের হার ভেঙে যায়। স্বামী-শ্বশুর বাড়ির লোকজন মাসখানেক চিকিৎসা করে কাজল রেখাকে ভাই এর বাড়িতে পাঠিয়ে দেয়।

কিছুদিন বড় ভাই ভাবীরা গ্রাম্য চিকিৎসক ও পরে রংপুরে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠতে পারেনি। সোজা হয়ে দাঁড়ানোর এত সক্ষমতা ফিরে পান না কাজল রেখা। এই একটি ছোট দুর্ঘটনা কিছু সময়ের জন্য জীবনের কাল হয়ে দাঁড়ায়।

ভাই-ভাবির অভাবের সংসারের কাজল রেখার ভাইয়েরা চারটি টিন দিয়ে ছাপড়া ঘর তুলে ঠাঁই দেয়া বাড়ির বাহিরে। কিভাবে জীবন বাঁচিয়ে রাখবেন এ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখেন এই কিশোরী।

এভাবেই একটি ঘরে আবদ্ধ অবস্থায় কাটে ছয়টি বছর। ২০০৯ সালে তার সন্ধান পায় বেসরকারি একটি সংস্থা। প্রথমে তাকে একটি হুইল চেয়ার দিতে চাইলে সে তা নিতে অস্বীকৃতি জানায়। পরে অবশ্য পরিবারের অন্য সদস্য ও এনজিও কথায় রাজী হয়ে হুইল চেয়ারটি গ্রহণ করে ঘরের বাহিরে বের হয়। এ সময় এনজিওটির পক্ষ থেকে তাকে সেলাই মেশিন চালানোর উপর ৩মাসের প্রশিক্ষণ দিয়ে একটি সেলাই মেশিন প্রদান করে। আর তার এই প্রশিক্ষণই জীবনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন উজ্জ্বীবিত করে তাকে। হুইল চেয়ারে বসেই সে বাড়িতে জামা কাপড় সেলাই করতে থাকে। এতে করে সে নিজের উপার্জন থেকে খাবার ও প্রয়োজনীয় চাহিদা মেটার পথ খুঁজে পান।

ইতোমধ্যে সে প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত হন। এরপর আর তাকে আর পেছনে তাকাতে হয়নি। প্রচ- ইচ্ছে শক্তির কারণে আর কিছুটা পড়ালেখা জানার কারণে বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কাজল রেখা। নিজের সমস্যা উপলব্দি করে সব প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা করার ক্ষমতা অর্জন করেন তিনি।

এ ছাড়া নারী হিসাবে এবং দুর্যোগপ্রবণ এলাকায় নারীদের যে অবস্থা হয় এগুলোও নিয়ে তিনি কথা বলেন বিভিন্ন সভা সেমিনারে।

প্রতিবেশী সোহেল রানা জানান, কাজল রেখা এলাকার অসহায় মানুষের অবলম্বন। তার কাছে এখন সবাই সহযোগিতা ও পরামর্শ নিতে আসেন।

এই গ্রামের সাবিনা ইয়াসমিন বলেন কাজল রেখা প্রতিবন্ধিতা শিকার হয়ে কতই না কষ্ট করেছে, কিন্তু সেই কষ্ট এখন আর নেই। নিজের ইচ্ছে শক্তি ও পরিশ্রমে জীবনে সফলতা এনেছেন।

বেসরকারি সংস্থা সিডিডি ও গণউন্নয়ন কেন্দ্র এর মাধ্যমে ২০১১ সালে প্রথমে ইন্দোনেশিয়া যাওয়া সুযোগ হয় তার। এরপর জাপান, সুইজারল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ ৭টি দেশে আন্তর্জাতিক সভা-সেমিনারে যাওয়ার সুযোগ হয় তার।

এসব দেশে তিনি বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বেশ প্রশংসিত হন।

জাতীয় পর্যায়ে অসংখ্য সভা-সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। ২০২৮ সালে একটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়ে আলোচনায় উঠে আসেন এই কাজল রেখা। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ধারা থেকে বাদ রেখে এসডিজিও অর্জন কোনোভাবেই সম্ভব না। আর এই বক্তব্যে অংশগ্রহণকারীদের টনক নড়ে। তারা বলেন, কাজল রেখা শুধু একজন গ্রামের কাজল রেখা না সে এখন সব পৃথিবীর প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের একজন সফল প্রতিবাদী কিশোরী নারী।

কাজল রেখা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ওজলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবন্ধীদের প্রবেশগম্যতায় এই কাজল রেখা এ্যাডভোকেসি করে সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস ২য় তলা থেকে নীচ তলায় নিয়ে এসেছেন। নিজ ইউনিয়ন শ্রীপুর ও আশপাশের ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে প্রতিবন্ধীদের জন্য বাজেট নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিস্তা-ব্রহ্মপুত্রের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ অসংখ্য সাফল্য রয়েছে তার। অসংখ্য প্রতিবন্ধীদের কার্ড ও ভাতা পেতে সহায়তা করেছেন তিনি।

বাস, নৌকা, ট্রেন, দুর্যোগে আশ্রয় কেন্দ্র, হাটবাজার, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কার পেয়েছেন কাজল রেখা। এসব পুরুস্কার অর্জনে তিনি গর্ববোধ করেন এবং সামনে এগুতে প্রেরণা দেয়। তিনি জানান, একজন প্রতিবন্ধী নারীও সুযোগ ও সহায়তা পেলে পারে জীবনের স্বনির্ভর হয়ে বাঁচতে।

তিনি মনে করেন, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা থাকলে মানুষ তার জীবনের অবস্থার উন্নয়ন করেত পারে। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারি ও আন্তর্জাতিকভাবে যেসব পলিসি ও আইন রয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন হওয়া উচিত। এ ছাড়া কিছু আইন ও পলিসি ডেভেলপ করা করার প্রস্তাবনাও রাখেন তিনি।

গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ফজলুল হক জানান, প্রতিবন্ধীতা একটি সমস্যা মাত্র, কিন্তু এর কারণে জীবন থেমে থাকতে পারে না। কাজল রেখা এখন মডেল। তার অবদান অনুকরণীয়।

একারণে তিনি জানান, প্রতিবন্ধীদের পেছেনে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব না, এ কারণে সব উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি লক্ষ্য রেখে ডিজাইন করতে হবে। আর এসব পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সক্রিয় ভূমিকা রাখা। এ কারণেই আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজল রেখা প্রতিদ্বন্দ্বিতাও করতে চান।

back to top