ময়মনসিংহের মুক্তাগাছায় দিন-দুপুরে গেইটের তালা ভেঙে বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। মুক্তাগাছা শহরের নন্দীবাড়ী অডিটোরিয়াম এলাকার আছমা খাতুনের বাসায় রোববার,(১৩ জুলাই ২০২৫) সকালে এ চুরির ঘটনা ঘটে।
মুক্তাগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের নন্দীবাড়ী স্টেডিয়াম এলাকার হোল্ডিং নং-০২৬০-০১, উর্মি শর্মি হাউজ, তিন তলা ভবনের ২য় তলায় ২ ইউনিটে ১ মেয়ে নিয়ে বসবাস করেন আছমা খাতুন। তার স্বামী ইসমাইল হোসেন মালয়েশিয়া প্রবাসী। রোববার সকালে আছমা খাতুন বাসায় তালা লাগিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। এ সময় চোরেরা বাসার পিছন দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙে বাসায় ঢুকে। মূল কক্ষের দরজার হেজবুল ড্রিল মেশিন দিয়ে কেটে কক্ষে ঢুকে স্টিলের আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে ২০ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। আছমা খাতুন বাজার থেকে এসে বাসায় ঢুকে মূল গেটের তালা ভাঙা দেখে ওপরে দু’তলায় গিয়ে তার ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতর স্টিলের আলমারি, ওয়ারড্রপ খোলা এবং ভিতরের জিনসপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে দেখতে পান। তার আলমারি ও ওয়ারড্রপে থাকা ৫টি গলারহার, ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া হাতের বালা, ৪ জোড়া কানের পাশা, ৬টি আংটি ও ২টি ব্যাসলেট সবমিলিয়ে ২০ ভরি স্বর্ণ ও কিছু রূপার অলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।
রোববার, ১৩ জুলাই ২০২৫
ময়মনসিংহের মুক্তাগাছায় দিন-দুপুরে গেইটের তালা ভেঙে বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। মুক্তাগাছা শহরের নন্দীবাড়ী অডিটোরিয়াম এলাকার আছমা খাতুনের বাসায় রোববার,(১৩ জুলাই ২০২৫) সকালে এ চুরির ঘটনা ঘটে।
মুক্তাগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের নন্দীবাড়ী স্টেডিয়াম এলাকার হোল্ডিং নং-০২৬০-০১, উর্মি শর্মি হাউজ, তিন তলা ভবনের ২য় তলায় ২ ইউনিটে ১ মেয়ে নিয়ে বসবাস করেন আছমা খাতুন। তার স্বামী ইসমাইল হোসেন মালয়েশিয়া প্রবাসী। রোববার সকালে আছমা খাতুন বাসায় তালা লাগিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। এ সময় চোরেরা বাসার পিছন দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙে বাসায় ঢুকে। মূল কক্ষের দরজার হেজবুল ড্রিল মেশিন দিয়ে কেটে কক্ষে ঢুকে স্টিলের আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে ২০ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। আছমা খাতুন বাজার থেকে এসে বাসায় ঢুকে মূল গেটের তালা ভাঙা দেখে ওপরে দু’তলায় গিয়ে তার ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতর স্টিলের আলমারি, ওয়ারড্রপ খোলা এবং ভিতরের জিনসপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে দেখতে পান। তার আলমারি ও ওয়ারড্রপে থাকা ৫টি গলারহার, ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া হাতের বালা, ৪ জোড়া কানের পাশা, ৬টি আংটি ও ২টি ব্যাসলেট সবমিলিয়ে ২০ ভরি স্বর্ণ ও কিছু রূপার অলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।