বগুড়ার সারিয়কান্দি উপজেলার কুতুবপুর এলাকায় বাড়ির গেটের সামনে থেকে সজীব মিয়া(২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে কুতুবপুরের তালতলা এলাকার শরীফ হোসেনের ছেলে সজীবকে তার বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তার কপালে আঘাতের চিহ্ন ছিলো। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ি সজীব নেশা করতেন।
তিনি জানান লাশ ইটের ওপর পড়ে ছিলে। এটি পড়ে যাওয়া না আঘাত করার কারণে হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
বগুড়ার সারিয়কান্দি উপজেলার কুতুবপুর এলাকায় বাড়ির গেটের সামনে থেকে সজীব মিয়া(২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে কুতুবপুরের তালতলা এলাকার শরীফ হোসেনের ছেলে সজীবকে তার বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তার কপালে আঘাতের চিহ্ন ছিলো। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ি সজীব নেশা করতেন।
তিনি জানান লাশ ইটের ওপর পড়ে ছিলে। এটি পড়ে যাওয়া না আঘাত করার কারণে হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান।