চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে প্রায় সতোর বছর পর দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর আনন্দ ঘেরা পরিবেশের মধ্য দিয়ে জমজমাট প্রচার প্রচারণা শুরু হয়েছে। ব্যানার, হ্যান্ড বিল , ষ্টিকার শোভা পাচ্ছে বাজারের প্রধান সড়ক গুলোতে। ১৯ জুলাই ভোট দিতে ভোটাররা অধির অগ্রহে প্রহর গুনচ্ছে। আর প্রার্থীরা ভোটাদের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে।
দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন রিটার্নিং অফিসের সুএে জানা গেছে, ১৭টি পদের বিপরিতে ৩৭জন মনোনয়ন উত্তোলন ও ৩৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেছেন ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২জন, ক্রীড়া সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, পরিবেশ সম্পাদক পদে একজন, ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। একাধিক প্রার্থী বলেন, আমারা উৎসব মুখন পরিবেশে ভোটারদের কাছে ভোট চেতে পারছি । ভোটের উৎসব পরিবেশ বাজারে বিরাজ করছে। আশা করি ১৯ জুলাই ভোট হরে নিরেপক্ষ।
হাসান সহ ভোটারা বলেন, বাজারে ভোটের পরিবেশ গত দিক ভাল। আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেব। এমন পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিটির আহবায়ক শরীফুল ইসলাম মিঠু বলেন, বাজারে মোট ভোটার ৪ শ ৫৭ জন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাজারের নির্বচনী এলাকায় রঙ্গীন ব্যানার শোভা পাচ্ছে। এখন পর্যন্ত কারো বিরুদ্বে কোন অভিযোগ পাওয়া যাইনি। ১৯ জুলাই কে সামনে রেখে পুরো নির্বচনী এলাকায় জমজমাট প্রচার প্রচারনা অব্যহত রয়েছে। অবাধ সুষ্ট নিরেপক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ বিরাজ করছে। বিনা প্রতিদি¦তায় নির্বাচিত হয়েছে দুই প্রার্থী তারা হলেন,পরিবেশ সম্পাদক মো. রোকনুজ্জামান তোতাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহিদ হাসান লাভলু ।
দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম বলেন, গত ২৯জুন সকাল ১০টা থেকে ১জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার সময় নির্ধারণ ছিল। খুবই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন উত্তোলন ও জমার কার্যক্রম শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ১৭টি পদে ৩৭জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং ৩৬জন জমা দিয়েছেন। কাঠোর নিরাপক্তা ব্যবস্থার মধ্য দিয়ে অবাধ নিরোপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে । আইন শৃংঙলা বাহিনী ভোট কেন্দ্রে কঠোর দায়িত্ব পালনে ভুমিকা রাখবে । গালর্স স্কুল এন্ড কলেজে সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে বাজার বণিক সমিতির পরিচয় পএ নিয়ে ভোটোরদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে । তা প্রদর্শন করে ভ্যালেট পেপার সংগ্রহ করে ভোট বুথের গোপন কক্ষে সীল মারতে হবে। ভোটের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে প্রায় সতোর বছর পর দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর আনন্দ ঘেরা পরিবেশের মধ্য দিয়ে জমজমাট প্রচার প্রচারণা শুরু হয়েছে। ব্যানার, হ্যান্ড বিল , ষ্টিকার শোভা পাচ্ছে বাজারের প্রধান সড়ক গুলোতে। ১৯ জুলাই ভোট দিতে ভোটাররা অধির অগ্রহে প্রহর গুনচ্ছে। আর প্রার্থীরা ভোটাদের কাছে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছে।
দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন রিটার্নিং অফিসের সুএে জানা গেছে, ১৭টি পদের বিপরিতে ৩৭জন মনোনয়ন উত্তোলন ও ৩৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেছেন ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২জন, ক্রীড়া সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, পরিবেশ সম্পাদক পদে একজন, ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। একাধিক প্রার্থী বলেন, আমারা উৎসব মুখন পরিবেশে ভোটারদের কাছে ভোট চেতে পারছি । ভোটের উৎসব পরিবেশ বাজারে বিরাজ করছে। আশা করি ১৯ জুলাই ভোট হরে নিরেপক্ষ।
হাসান সহ ভোটারা বলেন, বাজারে ভোটের পরিবেশ গত দিক ভাল। আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেব। এমন পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিটির আহবায়ক শরীফুল ইসলাম মিঠু বলেন, বাজারে মোট ভোটার ৪ শ ৫৭ জন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাজারের নির্বচনী এলাকায় রঙ্গীন ব্যানার শোভা পাচ্ছে। এখন পর্যন্ত কারো বিরুদ্বে কোন অভিযোগ পাওয়া যাইনি। ১৯ জুলাই কে সামনে রেখে পুরো নির্বচনী এলাকায় জমজমাট প্রচার প্রচারনা অব্যহত রয়েছে। অবাধ সুষ্ট নিরেপক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ বিরাজ করছে। বিনা প্রতিদি¦তায় নির্বাচিত হয়েছে দুই প্রার্থী তারা হলেন,পরিবেশ সম্পাদক মো. রোকনুজ্জামান তোতাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহিদ হাসান লাভলু ।
দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম বলেন, গত ২৯জুন সকাল ১০টা থেকে ১জুলাই বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার সময় নির্ধারণ ছিল। খুবই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন উত্তোলন ও জমার কার্যক্রম শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ১৭টি পদে ৩৭জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং ৩৬জন জমা দিয়েছেন। কাঠোর নিরাপক্তা ব্যবস্থার মধ্য দিয়ে অবাধ নিরোপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে । আইন শৃংঙলা বাহিনী ভোট কেন্দ্রে কঠোর দায়িত্ব পালনে ভুমিকা রাখবে । গালর্স স্কুল এন্ড কলেজে সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে বাজার বণিক সমিতির পরিচয় পএ নিয়ে ভোটোরদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে । তা প্রদর্শন করে ভ্যালেট পেপার সংগ্রহ করে ভোট বুথের গোপন কক্ষে সীল মারতে হবে। ভোটের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।