নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতে গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায় তারা। শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ওই বাজারে পারভেজের বিকাশের দোকানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত নিয়ে পারভেজের কথাকাটাকাটি হয়। এ সময় মুক্তি খাতুন পারভেজকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে মোটরসাইকেল ও সিএনজি যোগে বাজারে এসে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে গুলি বর্ষণের ঘটনা ঘটায় এবং দোকান ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে চলে যায় দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতে গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায় তারা। শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ওই বাজারে পারভেজের বিকাশের দোকানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত নিয়ে পারভেজের কথাকাটাকাটি হয়। এ সময় মুক্তি খাতুন পারভেজকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে মোটরসাইকেল ও সিএনজি যোগে বাজারে এসে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে গুলি বর্ষণের ঘটনা ঘটায় এবং দোকান ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে চলে যায় দুর্বৃত্তরা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।