বাগেরহাট : বনরক্ষীদের হাতে জব্দ শুঁটকি -সংবাদ
জনস্বার্থে ৩ মাসের জন্য সুন্দরবনে সকলের প্রবেশে নিষেধাজ্ঞার মধ্যে গোপনে মাছ শিকার ও চিংড়ি মাছ শুটকি করনের তথ্যের ভিত্তিতে বন বিভাগের পরিচালিত অভিযানে দুটি ট্রলার আটক এবং ১৮ বস্তা শুটকি চিংড়ি জব্দ করা হয়েছে। শুটকিগুলো পাচার করার ঠিক আগ মুহূর্তে গতকাল রোববার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও শুটকি চিংড়ি ফেলে জেলেরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপক চন্দ্র দাস জানান, একদল দুর্বৃত্ত সুন্দরবনের অভ্যন্তরে বিষ প্রয়োগ করে মাছ ধরছিল, তারপর বনের কাঠ ব্যবহার করে শুটকি প্রস্তুত করে পাচারের জন্য প্রস্তুত করছিল। এমন তথ্য পেয়ে বন বিভাগের একটি টহলদল শনিবার থেকে অভিযানে নামে। এক পর্যায়ে সুন্দরবনের বড় ডাবুর খাল এলাকায় সন্ধ্যার দিকে দুটি ট্রলার দেখতে পেয়ে সেখানে হানা দেয় বনরক্ষীরা। অভিযানে জেলেরা পালিয়ে গেলেও ট্রলার দুটি ও শুটকি তৈরির বিভিন্ন উপকরণ ফেলে যেতে বাধ্য হয়। জব্দ করা হয় ১৮ বস্তা শুটকি চিংড়ি, ট্রলার ও সরঞ্জাম। বন আইনে এসব মালামাল নষ্ট করে ফেলা হয়েছে এবং শুঁটকি গুলি আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। অভিযানে থাকা ট্রলার দুটিতে অন্তত ১০-১২ জন জেলে ছিল।
বাগেরহাট : বনরক্ষীদের হাতে জব্দ শুঁটকি -সংবাদ
সোমবার, ১৪ জুলাই ২০২৫
জনস্বার্থে ৩ মাসের জন্য সুন্দরবনে সকলের প্রবেশে নিষেধাজ্ঞার মধ্যে গোপনে মাছ শিকার ও চিংড়ি মাছ শুটকি করনের তথ্যের ভিত্তিতে বন বিভাগের পরিচালিত অভিযানে দুটি ট্রলার আটক এবং ১৮ বস্তা শুটকি চিংড়ি জব্দ করা হয়েছে। শুটকিগুলো পাচার করার ঠিক আগ মুহূর্তে গতকাল রোববার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও শুটকি চিংড়ি ফেলে জেলেরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপক চন্দ্র দাস জানান, একদল দুর্বৃত্ত সুন্দরবনের অভ্যন্তরে বিষ প্রয়োগ করে মাছ ধরছিল, তারপর বনের কাঠ ব্যবহার করে শুটকি প্রস্তুত করে পাচারের জন্য প্রস্তুত করছিল। এমন তথ্য পেয়ে বন বিভাগের একটি টহলদল শনিবার থেকে অভিযানে নামে। এক পর্যায়ে সুন্দরবনের বড় ডাবুর খাল এলাকায় সন্ধ্যার দিকে দুটি ট্রলার দেখতে পেয়ে সেখানে হানা দেয় বনরক্ষীরা। অভিযানে জেলেরা পালিয়ে গেলেও ট্রলার দুটি ও শুটকি তৈরির বিভিন্ন উপকরণ ফেলে যেতে বাধ্য হয়। জব্দ করা হয় ১৮ বস্তা শুটকি চিংড়ি, ট্রলার ও সরঞ্জাম। বন আইনে এসব মালামাল নষ্ট করে ফেলা হয়েছে এবং শুঁটকি গুলি আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। অভিযানে থাকা ট্রলার দুটিতে অন্তত ১০-১২ জন জেলে ছিল।