জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। যারা শুধু ক্ষমতার লোভে দ্রুত নির্বাচন চায়, তারা প্রকৃত অর্থে জনগণের অধিকার ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে অবজ্ঞা করে।
গতকাল রোববার দুপুরে পিরোজপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১৩তম দিনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সীমাহীন জুলুম, গুম, খুন, লুটপাট ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ রাজপথে নেমেছিল। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন এই দেশে সংস্কার ছাড়া আর কোনো নির্বাচন হবে না।
আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আন্দোলনে নামিনি। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম। বৈষম্য দূর করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের সংগ্রামের মূল কথা।
এসময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী।
পথসভায় যোগ দেওয়ার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। যারা শুধু ক্ষমতার লোভে দ্রুত নির্বাচন চায়, তারা প্রকৃত অর্থে জনগণের অধিকার ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে অবজ্ঞা করে।
গতকাল রোববার দুপুরে পিরোজপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১৩তম দিনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সীমাহীন জুলুম, গুম, খুন, লুটপাট ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ রাজপথে নেমেছিল। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন এই দেশে সংস্কার ছাড়া আর কোনো নির্বাচন হবে না।
আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আন্দোলনে নামিনি। রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম। বৈষম্য দূর করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের সংগ্রামের মূল কথা।
এসময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী।
পথসভায় যোগ দেওয়ার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।