সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগের লটারিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এলাকাবাসী। গত রোববার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, যাদেরকে ডিলার নিয়োগ দেয়া হয়েছে, তারা কেউ প্রকৃতপক্ষে ব্যবসায়ী নহে। লটারি বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিত্বে লটারির দাবি করেন বক্তাগণ।
গত ৮ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারি মাধ্যমে উপজেলা প্রশাসন ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই করে ৬৩টি আবেদন বাতিল হয়। পরে বৈধ আবেদন সমুহের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ^াস বলেন, ডিলার নিয়োগে কোন প্রকার অনিয়ম হয়নি। জনতার সামনে স্বচ্ছতার ভিত্তিত্বে ডিলার নিয়োগ হয়েছে। যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাৎক্ষনিক ভাবে তাদের নিয়োগ স্থগিত করা হযেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগের লটারিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এলাকাবাসী। গত রোববার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, যাদেরকে ডিলার নিয়োগ দেয়া হয়েছে, তারা কেউ প্রকৃতপক্ষে ব্যবসায়ী নহে। লটারি বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিত্বে লটারির দাবি করেন বক্তাগণ।
গত ৮ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারি মাধ্যমে উপজেলা প্রশাসন ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই করে ৬৩টি আবেদন বাতিল হয়। পরে বৈধ আবেদন সমুহের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ^াস বলেন, ডিলার নিয়োগে কোন প্রকার অনিয়ম হয়নি। জনতার সামনে স্বচ্ছতার ভিত্তিত্বে ডিলার নিয়োগ হয়েছে। যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাৎক্ষনিক ভাবে তাদের নিয়োগ স্থগিত করা হযেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।