গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়েছে।
ঘটনাটি ঘটে বেলা ১১টার কিছু পর সদর উপজেলার টেকেরহাট সড়কের কংশুর এলাকায়।
ইউএনও এম রকিবুল হাসান জানান, স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পরই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িচালক মইন আহত হন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ রয়েছেন। তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, “জুলাই পদযাত্রা বানচাল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।” তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
এছাড়া গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। অন্যদিকে, কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালানো হয়েছে।
ঘটনাটি ঘটে বেলা ১১টার কিছু পর সদর উপজেলার টেকেরহাট সড়কের কংশুর এলাকায়।
ইউএনও এম রকিবুল হাসান জানান, স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পরই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়িচালক মইন আহত হন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ রয়েছেন। তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান বলেন, “জুলাই পদযাত্রা বানচাল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।” তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
এছাড়া গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। অন্যদিকে, কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।