জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারা দেশে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে।আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর : জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চাঁদপুর জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার(১৬-০৭-২০২৫) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহিদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন ছিল জুলাই গণ-অভ্যুত্থানের মূল চালিকাশক্তি। জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা। তাদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।
আরো বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমূখ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জাকির হোসেন।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বসুরহাটের আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগাতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমীর মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতুনে জান্নাত চাঁদনী ও তাফহীমুল নজির তাওহীদ, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানহা নারিয়া এবং কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ। তারা ‘জুলাই-আগস্টের স্মৃতি’, ‘সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা’ এবং ‘আগামীর প্রত্যাশা ও সম্ভাবনা’ তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পলাশ (নরসিংদী) : ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণতন্ত্রপ্রেমী তরুণদের স্মরণে নরসিংদীর পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল মঙ্গলবার পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর কবির, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম রাকিব, ঘোড়াশাল পৌরসভা জামায়াত ইসলামের আমির অধ্যাপক ইসমাইল হোসেন প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্?তার চৌধুরী।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মাহবুব, জুলাইয়ে শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ মেহেদীর মা ফাতেমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জুলাইয়ের আহত শিক্ষার্থী শিফা আক্তার, ছাত্র সমন্বয়ক হাসিব হোসেন সানজিদ প্রমুখ।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারা দেশে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে।আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর : জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চাঁদপুর জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার(১৬-০৭-২০২৫) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহিদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন ছিল জুলাই গণ-অভ্যুত্থানের মূল চালিকাশক্তি। জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা। তাদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।
আরো বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, আজকে এই শহীদ দিবসে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম। একজন মা তার সন্তান শহীদ হওয়ার যে বাস্তব কথা তুলে ধরেছেন, তা শুনে আসলে চোখের পানি চলে আসে।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমূখ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেন এর বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জাকির হোসেন।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বসুরহাটের আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগাতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমীর মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতুনে জান্নাত চাঁদনী ও তাফহীমুল নজির তাওহীদ, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানহা নারিয়া এবং কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ। তারা ‘জুলাই-আগস্টের স্মৃতি’, ‘সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা’ এবং ‘আগামীর প্রত্যাশা ও সম্ভাবনা’ তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পলাশ (নরসিংদী) : ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণতন্ত্রপ্রেমী তরুণদের স্মরণে নরসিংদীর পলাশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল মঙ্গলবার পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের গর্ব। তাদের আত্মত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর কবির, পলাশ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম রাকিব, ঘোড়াশাল পৌরসভা জামায়াত ইসলামের আমির অধ্যাপক ইসমাইল হোসেন প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাটে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্?তার চৌধুরী।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মাহবুব, জুলাইয়ে শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ মেহেদীর মা ফাতেমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জুলাইয়ের আহত শিক্ষার্থী শিফা আক্তার, ছাত্র সমন্বয়ক হাসিব হোসেন সানজিদ প্রমুখ।