দেশ-বিদেশে চায়ের রাজধানীখ্যাত এবং দেশের অন্যতম পর্যটন নগরী কসমোপলিটান টাউন শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।
গত ১৫ জুলাই দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
ঘোষিত বাজেটে উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা, আর রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। মোট বাজেট থেকে উদ্ধৃত্ত দেখানো হয়েছে প্রায় ৫৬ লাখ টাকা।
বিভিন্ন খাতে ব্যয়ের বিবরণ সংস্থাপন খাতে ৮ কোটি ১০ লাখ টাকা, শিক্ষা খাতে ২০ লাখ টাকা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতা ১ কোটি ৯৭ লাখ টাকা, সড়কবাতি ১০ লাখ টাকা, ত্রাণ ২০ লাখ টাকা, নারী উন্নয়ন ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রশিক্ষণ খাতে: ৫ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি: ৫ লাখ ৫০ হাজার টাকা, যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
দেশ-বিদেশে চায়ের রাজধানীখ্যাত এবং দেশের অন্যতম পর্যটন নগরী কসমোপলিটান টাউন শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।
গত ১৫ জুলাই দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
ঘোষিত বাজেটে উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা, আর রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। মোট বাজেট থেকে উদ্ধৃত্ত দেখানো হয়েছে প্রায় ৫৬ লাখ টাকা।
বিভিন্ন খাতে ব্যয়ের বিবরণ সংস্থাপন খাতে ৮ কোটি ১০ লাখ টাকা, শিক্ষা খাতে ২০ লাখ টাকা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতা ১ কোটি ৯৭ লাখ টাকা, সড়কবাতি ১০ লাখ টাকা, ত্রাণ ২০ লাখ টাকা, নারী উন্নয়ন ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রশিক্ষণ খাতে: ৫ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতি: ৫ লাখ ৫০ হাজার টাকা, যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।