ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা বিওপিকে অবগত করে তারা। আটকদের পরিচয় নিশ্চিত করে বিকেলে সীমান্ত পিলার ৬০/৩৭-আর (পিলার)-এর কাছে শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। সাধারণ ডায়েরি করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা ৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা বিওপিকে অবগত করে তারা। আটকদের পরিচয় নিশ্চিত করে বিকেলে সীমান্ত পিলার ৬০/৩৭-আর (পিলার)-এর কাছে শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। সাধারণ ডায়েরি করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।