জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সাংবাদিক মেহেদী হাসান এবং মাদ্রাসা ছাত্র ওবায়েদ ইসলামকে হত্যার মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ৮দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় ৫দিন এবং রিটন উদ্দিন হত্যা মামলায় তিনদিন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক গতকাল বুধবার এ আদেশ দেন। এর আগে দুই মামলায় মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন এবং জাহাঙ্গীর আলমকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গতকাল বুধবার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গতবছর ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে নিহত হন ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান। ওই ঘটনার পর শেখ হাসিনা সরকার থাকাকালে পুলিশ ‘বিএনপি, জামায়াত শিবিরের তা-বে’ মেহেদী হাসান মারা গেছেন অভিযোগ করে যাত্রাবাড়ী থানায় মামলা করে।
মেহেদী হাসানের খালা রিজিয়া বেগম সরকার পতনের পর গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করেন। হাসিনা সরকারের পতনের পর মেহেদী হাসানের পরিবার আদালতে মামলা করতে গিয়ে জানতে পারে, এ ঘটনায় মামলা হয়ে গেছে। ১৫ সেপ্টেম্বর মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন মামলার আবেদন করেন।
আদালত দুই মামলা স্থগিত করে তার মামলা যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয়। মামলায় শেখ হাসিনাসহ ৩৬ জনকে আসামি করা হয়। এদিকে ৫ অগাস্ট সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় গুলিবিদ্ধ হন ২৪ বছরের ওবায়েদ ইসলাম। সন্ধ্যার ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একইদিন সকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন থাই গ্লাস মিস্ত্রী মো. রাসেল। পরে মাতুয়াইল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২২ বছরের যুবক রাসেল। ওইদিন যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন আকিজ গ্রুপের ডেলিভারি ম্যান রিটন উদ্দিন। এ ঘটনায় তার বোন মিশু বেগম মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সাংবাদিক মেহেদী হাসান এবং মাদ্রাসা ছাত্র ওবায়েদ ইসলামকে হত্যার মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ৮দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় ৫দিন এবং রিটন উদ্দিন হত্যা মামলায় তিনদিন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক গতকাল বুধবার এ আদেশ দেন। এর আগে দুই মামলায় মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন এবং জাহাঙ্গীর আলমকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গতকাল বুধবার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গতবছর ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে নিহত হন ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান। ওই ঘটনার পর শেখ হাসিনা সরকার থাকাকালে পুলিশ ‘বিএনপি, জামায়াত শিবিরের তা-বে’ মেহেদী হাসান মারা গেছেন অভিযোগ করে যাত্রাবাড়ী থানায় মামলা করে।
মেহেদী হাসানের খালা রিজিয়া বেগম সরকার পতনের পর গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করেন। হাসিনা সরকারের পতনের পর মেহেদী হাসানের পরিবার আদালতে মামলা করতে গিয়ে জানতে পারে, এ ঘটনায় মামলা হয়ে গেছে। ১৫ সেপ্টেম্বর মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন মামলার আবেদন করেন।
আদালত দুই মামলা স্থগিত করে তার মামলা যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয়। মামলায় শেখ হাসিনাসহ ৩৬ জনকে আসামি করা হয়। এদিকে ৫ অগাস্ট সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় গুলিবিদ্ধ হন ২৪ বছরের ওবায়েদ ইসলাম। সন্ধ্যার ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একইদিন সকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন থাই গ্লাস মিস্ত্রী মো. রাসেল। পরে মাতুয়াইল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২২ বছরের যুবক রাসেল। ওইদিন যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন আকিজ গ্রুপের ডেলিভারি ম্যান রিটন উদ্দিন। এ ঘটনায় তার বোন মিশু বেগম মামলা দায়ের করেন।