নবাবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো. শামীমসহ চাঁদাবাজি ও মাদক মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক মামলায় ৪ জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেরোইন উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টায় পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বান্দুরা এলাকায় অভিযান চালিয়ে মো. সজীব, মাইনুল হোসেন, ইসাফিল হোসেন ও মায়া আক্তার নামে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
একইদিনে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইলে থেকে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি মো. শামীম হোসেনকে আটক করে পুলিশ।
অপরদিকে, নয়নশ্রীর বিলপল্লী-তাশুল্যা মৌজায় শিকারীপাড়ার বক্তারনগর এলাকার দুলু খান নামে এক কৃষকের একটি জমিতে স্বপন, কোব্বাত ও আলমাস সিন্ডিকেট জোরপূর্বক মাটি কাটতে চায়।
এতে দুলু খান রাজি না হওয়ায় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বারুয়াখালীর স্বপন, বিলপল্লীর আলমাস ও মো. কোব্বাত আলীসহ ৭ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করেন দুলু খান। গতকাল বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করে এবং বিকেল সাড়ে ৪ টায় পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
নবাবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো. শামীমসহ চাঁদাবাজি ও মাদক মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক মামলায় ৪ জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেরোইন উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টায় পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বান্দুরা এলাকায় অভিযান চালিয়ে মো. সজীব, মাইনুল হোসেন, ইসাফিল হোসেন ও মায়া আক্তার নামে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
একইদিনে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইলে থেকে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি মো. শামীম হোসেনকে আটক করে পুলিশ।
অপরদিকে, নয়নশ্রীর বিলপল্লী-তাশুল্যা মৌজায় শিকারীপাড়ার বক্তারনগর এলাকার দুলু খান নামে এক কৃষকের একটি জমিতে স্বপন, কোব্বাত ও আলমাস সিন্ডিকেট জোরপূর্বক মাটি কাটতে চায়।
এতে দুলু খান রাজি না হওয়ায় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বারুয়াখালীর স্বপন, বিলপল্লীর আলমাস ও মো. কোব্বাত আলীসহ ৭ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করেন দুলু খান। গতকাল বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করে এবং বিকেল সাড়ে ৪ টায় পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।