চট্টগ্রামের মীরসরাইয়ে মিথ্যা মামলা, হামলা ও মৎস্য খামার দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। বৃহস্পতিবার(১৭-০৭-২০২৫) সকালে উপজেলার জোরারগঞ্জের ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন প্রজন্ম ধরে তারা উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী মৌজায় বসবাস করছেন। ২০০২ সাল থেকে প্রায় ৫০টি পরিবার পরিত্যক্ত খাসজমি পরিষ্কার করে সেখানে বসতি স্থাপন ও ১৪ একর জমিতে মৎস্য খামার গড়ে তুলেছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক জসীম ও কাওছার তাদের খামার দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা। অভিযোগ রয়েছে, ওই প্রভাবশালীরা মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে খামার উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মফিজ উদ্দিন, ছবির আহমদ, সাইফুল ইসলাম, মো. সেলিম, রোজিনা আক্তার, বিবি কুলসুম ও রিজিয়া বেগম।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
চট্টগ্রামের মীরসরাইয়ে মিথ্যা মামলা, হামলা ও মৎস্য খামার দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। বৃহস্পতিবার(১৭-০৭-২০২৫) সকালে উপজেলার জোরারগঞ্জের ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন প্রজন্ম ধরে তারা উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী মৌজায় বসবাস করছেন। ২০০২ সাল থেকে প্রায় ৫০টি পরিবার পরিত্যক্ত খাসজমি পরিষ্কার করে সেখানে বসতি স্থাপন ও ১৪ একর জমিতে মৎস্য খামার গড়ে তুলেছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক জসীম ও কাওছার তাদের খামার দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা। অভিযোগ রয়েছে, ওই প্রভাবশালীরা মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে খামার উচ্ছেদে মরিয়া হয়ে উঠেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মফিজ উদ্দিন, ছবির আহমদ, সাইফুল ইসলাম, মো. সেলিম, রোজিনা আক্তার, বিবি কুলসুম ও রিজিয়া বেগম।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।